This Article is From Nov 15, 2018

অসমে এনআরসি নিয়ে 'নোংরা রাজনীতি' চলছে, বললেন মমতা

এনআরসি'র চূড়ান্ত খসড়া প্রকাশের নামে 'নোংরা রাজনীতি' চলছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অসমে এনআরসি নিয়ে 'নোংরা রাজনীতি' চলছে, বললেন মমতা

আমাদের বাংলায় এই রাজনীতি কখনও হবে না", বলেন তিনি

ঠাকুরনগর:

এনআরসি'র চূড়ান্ত খসড়া প্রকাশের নামে 'নোংরা রাজনীতি' চলছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের এনআরসি তালিকা থেকে ৪০ লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়ার পর থেকেই দেশের আরও বহু রাজনীতিবিদদের মতোই সরব হয়েছিলেন মমতাও। আজ তিনি এই নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, আমি অসম সরকারের বিপক্ষে নই। তবে, এনআরসি'কে কিছুতেই সমর্থন জানাতে পারব না।  "আমি মনে করি এনআরসি'র চূড়ান্ত খসড়া তৈরির নাম করে রীতিমতো নোংরা রাজনীতি করা হয়েছে। অনেক ভোটারের নামও বাদ দিয়ে দেওয়া হয়েছে তালিকা থেকে। আমরা কিছুতেই একে সমর্থন করছি না", উত্তর চব্বিশ পরগণার ঠাকুরনগরে মতুয়াদের বড় মা'র জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। 

দেশের মধ্যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে প্রবলভাবে বিভেদ সৃষ্টি করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, দাবি করেন মমতা। 

"ওরা (কেন্দ্র) অসম থেকে বাঙালিদের তাড়াচ্ছে। গুজরাট থেকে বিহারীদের তাড়াচ্ছে। আমরা কখনওই এমন রাজনীতিকে সমর্থন করি না। আমাদের বাংলায় এই রাজনীতি কখনও হবে না", বলেন তিনি।

.