This Article is From Jan 07, 2019

নেতাইয়ে মৃতদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী

নেতাইয়ের ঘটনায় ২০১৪ সালে ২০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই

নেতাইয়ে মৃতদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী

বাম আমলে ২০১১ সালের ৭ জানুয়ারি নেতাইয়ে গুলি চলেছিল

কলকাতা:

নেতাইয়ে গুলি চালনার ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে ২০১১ সালের ৭ জানুয়ারি নেতাইয়ে গুলি চলেছিল।

অভিযোগ, সিপিএম কর্মীদের গুলি চালনায় মৃত্যু হয় মহিলা সহ মোট ৯ জন গ্রামবাসীর।এছাড়া ২৮ জন গ্রামবাসী আহত হন।

 

“২০১১-এর ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে সিপিএমের হার্মাদদের বাড়ি থেকে এলোপাথারি গুলি চালানো হয়। যাঁদের সেদিন মৃত্যু হয়েছিল তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা”। নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাইয়ের ঘটনায় ২০১৪ সালে ২০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.