This Article is From Dec 09, 2018

সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা

ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে  জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।

সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা

দীর্ঘদিন ধরেই বিজেপি বিরোধী জোট গঠন করতে প্রধান ভূমিকা নিচ্ছেন মমতা।

হাইলাইটস

  • ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা
  • আজ বিকেলেই দিল্লি উড়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর
  • টুইটে মুখ্যমন্ত্রী লেখেন সোনিয়াজির জন্মদিনে শুভেচ্ছা জানাই
কলকাতা:

ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে  জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। বিজেপি  বিরোধী জোট গঠন  নিয়ে আলোচনা  করতে আজ  বিকেলেই দিল্লি উড়ে  যাওয়ার কথা  মুখ্যমন্ত্রীর। তাঁর আগেই টুইট করে  শুভেচ্ছা জানালেন মমতা। আজই ৭২ বছরে পা দিলেন সোনিয়া। জানা গিয়েছে  দিল্লি গিয়ে সোনিয়ার সঙ্গে  দেখাও করতে  পারেন মমতা। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন  সোনিয়াজির জন্মদিনে শুভেচ্ছা জানাই। তাঁর  দীর্ঘায়ু কামনা করি। আজ বিকেলেই দিল্লি যাচ্ছেন মমতা। নিজেরদের মধ্যে জোট গঠন করতে বৈঠকে বসছেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতারা। সেই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রীর।

 

দীর্ঘদিন ধরেই বিজেপি বিরোধী জোট গঠন করতে প্রধান ভূমিকা নিচ্ছেন মমতা। এর আগেও দিল্লি গিয়ে একাধিকবার বৈঠক করেছেন মমতা। বিভিন্ন রাজ্যের নেতারাও এসেছেন বাংলায়। লোকসভা নির্বাচন এগিয়ে আসায়  তৎপর হয়েছে বিরোধী শিবির। কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর কংগ্রেস এবং জেডিএসের জোট হয়। বিজেপিকে রুখতে অনেক বেশি আসন পেয়েও জোট সঙ্গীকেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেয় কংগ্রেস। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মমতা। ছিলেন সোনিয়া- রাহুলও।

গঙ্গাজল ছিটিয়ে কোচবিহারের সেই মাঠ ‘শুদ্ধ' করল তৃণমূল

তার কিছু দিন বাদে  কলকাতায় শহিদ দিবসের সভা থেকে  মমতা জানিয়েদেন ১৯ জানুয়ারি বিগ্রেড সমাবেশ করবে  তৃণমূল। তাতে বিজেপি বিরোধী  সমস্ত দলের নেতারাই   হাজির থাকবেন। সেই সভায় ইতিমধ্যে বিরোধী নেতদের আমন্ত্রণও জানানো  হয়েছে।                                                                                                

                                                     

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.