This Article is From Jul 23, 2019

সাংবাদিকদের ছাঁটাই রদে আইন চালুর প্রস্তাব মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্য সরকার সাংবাদিকদের চাকরি নিশ্চিত করতে কোনও আইন সংবিধি আইন চালু করার ব্যাপারে ভাববে।

সাংবাদিকদের ছাঁটাই রদে আইন চালুর প্রস্তাব মুখ্যমন্ত্রীর

কর্মরত সাংবাদিকদের ছাঁটাই প্রসঙ্গে নিজের উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

হাইলাইটস

  • কর্মরত সাংবাদিকদের ছাঁটাই প্রসঙ্গে নিজের উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর
  • এব্যাপারে আইন তৈরির প্রস্তাব তাঁর
  • কলকাতা প্রেস ক্লাবে এসে এই কথা জানান তিনি
কলকাতা:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঙ্গলবার কর্মরত সাংবাদিকদের ছাঁটাই প্রসঙ্গে নিজের উদ্বেগ প্রকাশ করলেন। তিনি জানিয়ে দিলেন, রাজ্য সরকার সাংবাদিকদের চাকরি নিশ্চিত করতে কোনও আইন সংবিধি আইন চালু করার ব্যাপারে ভাববে। তিনি কলকাতা প্রেস ক্লাবকে (Kolkata Press Club) এ ব্যাপারে প্রস্তাবিত আইনের খসড়া তৈরি করে সেটি সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার ব্যাপারে জানিয়েছেন। ওই খসড়া পড়ে তারপর সেটিকে বিল হিসেবে পেশ করে আইন তৈরি করার কথা ভাবা হবে। ক্লাবের ৭৫ বছর উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, ‘‘সাংবাদিরা বহু জায়গায় চাকরি হারাচ্ছেন। একদিন আপনি দেখছেন নতুন চ্যানেল এবং পরের দিন শোনা যাচ্ছে সেটা বন্ধ হয়ে গিয়েছে। একবার একটি টেলিভিশন চ্যানেলকে আমি সাহায্য করেছিলাম। একটি সংস্থা আমাকে চিঠি পাঠিয়ে জানতে চায় কেন আমি ওদের সাহায্য করলাম। আমরা এমনটা করেছিলাম, কারণ আমাদের সরকার মানবিক সরকার। যদি কোনও সাংবাদিক খারাপ সময়ের মধ্যে দিয়ে যান এবং সাহায্য চান, আমরা প্রত্যাখ্যান করি না।''

৭৫-এ পা ক্যালকাটা প্রেস ক্লাবের, উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র

তিনি বলেন, ‘‘আমি চাই প্রেস ক্লাব একটি টেকনিক্যাল কমিটি গঠন করুক এবং এই সংক্রান্ত একটি আইনের খসড়া প্রস্তুত করে আমার সরকারের কাছে দিক। আমি সেটা বিধানসভায় পাঠাব। এই আইন অনেক সাংবাদিককে ভবিষ্যতে সাহায্য করবে।''

মমতা ঘোষণা করেন ৬৯ জন অবসরপ্রাপ্ত সাংবাদিকের, যাঁদের ২৫০০ টাকা পেনশন দেওয়া হবে।

'দুর্গা পূজা কমিটি' গুলিকে আয়কর বিভাগের নোটিস, কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা

এছাড়াও তিনি প্রেস ক্লাবকে তাঁর লেখা বইয়ের রয়্যালটি বাবদ প্রাপ্ত ১,০০,০০১ টাকা দান করেন। তিনি প্রেস ক্লাবের একটি স্থায়ী ভবন নির্মাণের জন্য জমির প্লটেরও প্রস্তাব দেন। পাশাপাশি সাংবাদিকদের জন্য একটি আবাসনের জন্যও জমির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

১৯৪৫ সালে স্থাপিত হয়েছিল কলকাতা প্রেস ক্লাব। কর্মরত সাংবাদিকদের জন্য উপমহাদেশের সবচেয়ে পুরনো প্রেস ক্লাব এটিই। এবছর ৭৫ বছর পূর্তি ক্লাবের। তাই নানা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এদিন তারই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.