This Article is From Dec 15, 2019

রাজ্যজুড়ে অব্যাহত হিংসা, সোমবার পদযাত্রা তৃণমূল কংগ্রেসের

সোমবার রাজ্যে এনআরসি ও ক্যাবের বিরোধিতা করে একটি পদযাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যজুড়ে অব্যাহত হিংসা, সোমবার পদযাত্রা তৃণমূল কংগ্রেসের

গত তিনদিন ধরে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করে রাজ্যে অব্যাহত হিংসা।

কলকাতা:

গত তিন দিন ধরে নাগরিকত্ব (সংশোধনী) আইনের (CAA) বিরোধিতায় পশ্চিমবঙ্গের (Protest In West Bengal) বিভিন্ন অঞ্চলে দেখা গিয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। গত দু'দিনের মতোই রবিবারও রাজ্যজুড়ে দেখা গিয়েছে হিংসা। মালদায় একটি স্টেশনে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এদিকে মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বহু অঞ্চলে রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত ও সংযত হতে আবেদন জানালেনও রাজ্যজুড়ে অব্যাহত বিক্ষোভ-প্রতিবাদ। এখনও পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার কথা জানানো হয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও হাওড়া জেলায়। এছাড়া উত্তর ২৪ পরগনার বারাসত ও বসিরহাট মহকুমা এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও বন্ধ রাখা হবে ইন্টারনেট।

Protests Over Citizenship Act: পশ্চিমবঙ্গের বহু জেলায় বন্ধ ইন্টারনেট

এই ইস্যুতেও অব্যাহত রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মতান্তর। মুখ্যমন্ত্রী একটি বিজ্ঞাপনে রাজ্যের সকলকে শান্তির বাতাবরণ বজায় রাখার অবেদন করেছেন। কিন্তু পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যে এনআরসি বা ক্যাব কোনওটাই কার্যকর হতে দেবেন না তিনি।

রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, ওই বিজ্ঞাপন প্রত্যাহার করে নিতে এবং সাংবিধানিক ভাবে রাজ্যকে নিয়ন্ত্রণ করুন।

Citizenship Law Protests: গুয়াহাটিতে কারফিউ শিথিল, মৃত আরও দুই

এদিকে সোমবারই রাজ্যে এনআরসি ও ক্যাবের বিরোধিতা করে  বিআর আম্বেদকর এবং মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশ থেকে উত্তর কলকাতায় জোড়াসাঁকো পর্যন্ত একটি পদযাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে বিক্ষোভকারীদের উদ্দেশে জানিয়েছেন, ‘‘রাস্তা ও রেল অবরোধ করবেন‌ না। সাধারণ মানুষের হেনস্তা মেনে নেওয়া হবে না। যারা এটা করছে ও হাতে আইন তুলে নিচ্ছে তাদের ছাড়া হবে না। যারা বাসে আগুন লাগাচ্ছে, ট্রেনে আগুন লাগাচ্ছে ও জনতার সম্পত্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।''

.