This Article is From Jun 07, 2019

বিজেপির বিজয় মিছিলে ‘না’ রাজ্য প্রশাসনের

রাজ্য প্রশাসন এরকম আর কোনও মিছিলের অনুমতি দেবে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিজয় মিছিলে ‘না’ রাজ্য প্রশাসনের

দাঙ্গা করতে এলে ব্যবস্থা নেবে পুলিশঃ মমতা

হাইলাইটস

  • আর কোনও বিজয় মিছিল করতে পারবে না বিজেপি
  • আর কোনও মিছিলের অনুমতি দেবে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
  • রাজ্যের নানা জায়গায় বিজয় মিছিলের নামে তাণ্ডব চালিয়েছে বিজেপিঃমমতা
কলকাতা:

আর কোনও বিজয় মিছিল (Victory Marches) করতে পারবে না বিজেপি। রাজ্য প্রশাসন এরকম আর কোনও মিছিলের অনুমতি দেবে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal Chief Ministers ) । নিমতায় মৃত তৃণমূল নেতা নির্মল কুন্ডুর (Nirmal Kundu) বাড়ি গিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার কাছে খবর আছে হুগলি বাঁকুড়া পুরুলিয়া এবং মেদিনীপুরে বিজয় মিছিলের নামে তাণ্ডব চালিয়েছে বিজেপি। তাই এখন থেকে ওরা আর কোনও মিছিল করতে পারবে না।' দুদিন আগেই আততায়ীর গুলিতে খুন হন তৃণমূল কাউন্সিলর নির্মল। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান মমতা। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা (Crime Investigation Department ) । পরিবারকে  আশ্বস্ত করে  মমতা বলেছেন অপরাধীরা পার পাবে না।  

জয়ে ফিরতে রেড্ডিকে বিপুল জয় এনে দেওয়া প্রশান্ত কিশোরের হাত ধরলেন মমতা

মুখ্যমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ১০ দিনের বেশি কেটে গিয়েছে। এমতাবস্থায় নতুন করে বিজয় মিছিলের অনুমতি দেওয়ার কোনও প্রয়োজন নেই।  তিনি বলেন, ‘যদি কোনপ নেতা মনে করেন দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করবেন তাহলে আমি পুলিশকে নির্দেশ দিয়ে রেখেছি যা প্রয়োজন হয় করবেন, যত কঠোর পদক্ষেপ করতে হয় করবেন।'

মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে এ রাজ্যে আমরা ৩৪টা আসনে জিতেছিলাম তখন কোথাও কোনও গোলমাল হয়নি। কিন্তু বিজেপি জেতার পর পরিস্থিতি উত্তাল হয়েছে। কয়েকটা মহকুমায় জিতে বিজেপি সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে। বাংলা শান্তির জায়গা এখানে এ ধরনের আচরণ সহ্য করার কোন প্রশ্নই ওঠে না।

 অশান্ত আসানসোলের দিলদারনগর, পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় এখন মেঘালয়ের রাজ্যপাল। এর আগে ত্রিপুরার রাজ্যপাল ছিলেন তিনি। কিন্তু সাংবিধানিক পদে থেকেও একাধিক বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন তথাগত। দু'দিন আগে তিনি বলেন, ‘বাঙালি ছেলেরা দেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট দেওয়ার কাজ করে। মেয়েরা মুম্বইয়ের পানশালায় নর্তকীর কাজ করে। আর তাই বাঙালিদের হিন্দি শিখতে আপত্তি কোথায়? এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন মমতা।  বিক্ষোভ সমাবেশ করে তাঁর দল তৃণমূল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি নেতাদের উচিত বাক-সংযম করা। নির্বাচন মিটে গিয়েছে এবার নিজেদের কাজে মন দিন। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমরা একটি কমিটি করেছি।নির্বাচনের সময় যে ভাবে আইন না মেনে টাকার লেনদেন হয়েছে তা খুঁজে বার করাই কমিটির কাজ।'

.