This Article is From Dec 13, 2019

নাগরিকত্ব আইন না মানা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা রাজ্যপালের

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সুরে আক্রমণ করেন এনআরসি ও নাগরিকত্ব আইনকে। বলেন তিনি রাজ্যে এটি প্রয়োগ করতে দেবেন না।

নাগরিকত্ব আইন না মানা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা রাজ্যপালের

গত কয়েক মাসে জগদীপ ধনখড়ের সঙ্গে নানা বিষয়ে মতানৈক্য দেখা গিয়েছে রাজ্য সরকারের।

নতুন নাগরিকত্ব আইন (Citizenship Law) রাজ্যে প্রয়োগ করতে দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর এই বক্তব্যের সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি বলেন, সাংবিধানিক দায়িত্বে থাকা কেউ আইনের বিরোধিতা করতে পারেন না। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সুরে আক্রমণ করেন এনআরসি ও নাগরিকত্ব আইনকে। বলেন তিনি রাজ্যে এটি প্রয়োগ করতে দেবেন না। তাঁর এই বক্তব্যের সমাল‌োচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা আর কোনও বিল নয়। এটি একটি আইন। সংসদে বিলটি পাস হয়ে গিয়েছে। এরপর রাষ্ট্রপতিও তাঁর অনুমতি দিয়েছেন। সুতরাং একজন মুখ্যমন্ত্রী, যিনি সাংবিধানিক দায়িত্বে রয়েছেন এবং ভারতীয় সংবিধান অনুসারে শপথ নিয়েছেন তিনি একথা বলতে পারেন না যে, তিনি এই আইনকে কার্যকর করতে দেবেন না।''

Protest Over Citizenship Act: মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে অঞ্চলে আগুন লাগাল বিক্ষোভকারীরা

কয়েক মাস আগে রাজ্যের রাজ্যপাল হওয়ার পর থেকে জগদীপ ধনখড়ের সঙ্গে নানা বিষয়ে মতানৈক্য দেখা গিয়েছে রাজ্য সরকারের।

নাগরিকত্ব আইনের বিরোধিতা করে রাজ্য শুরু হওয়া বিক্ষোভ-প্রতিবাদের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রাজ্যের সমস্ত নাগরিককে শান্তি বজায় রাখার ও আইন নিজেদের হাতে না তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

নাগরিকত্ব আইন আটকানোর ক্ষমতা নেই রাজ্যের, জানাল সরকারি সূত্র

নাগরিকত্ব বিলের তীব্র প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই এই বিল তাঁর রাজ্যে কার্যকর হতে দেবেন না। পাশাপাশি ঘোষণা করেছেন নাগরিকত্ব বিলের প্রতিবাদে একাধিক সভা করা হবে। শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, “সংসদে পাস হলেও আমরা নাগরিকত্ব বিল বাংলায় কার্যকর  হতে দেব না।” 

কেন্দ্রের বিরুদ্ধে অ-বিজেপি রাজ্যগুলিতে জোর করে “অসাংবিধানিক” আইন চাপিয়ে দেওয়ার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.