This Article is From Nov 17, 2018

রাজ্যে সিবিআইকে ইচ্ছেমতো ঢুকতে দেওয়া হবে না, জানিয়ে দিলেন মমতা

সিবিআই তাঁর রাজ্যে অনুমতি ছাড়া হানা দিতে পারবে না বা তল্লাশি চালাতে পারবে না বলে ঘোষণা করেছিলেন চন্দ্রবাবু নায়ডু। তার কয়েকঘন্টার মধ্যেই একই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে সিবিআইকে ইচ্ছেমতো ঢুকতে দেওয়া হবে না, জানিয়ে দিলেন মমতা

সিবিআইকে আর ফ্রি পাস দেওয়া হবে না, জানালেন মমতা।

হাইলাইটস

  • পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া হানা দিতে পারবে না সিবিআই
  • কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই রাজ্যেও আর 'ফ্রি পাস' দেওয়া হবে না
  • ১৯৮৯ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার সিবিআইকে এই রাজ্যে প্রবেশের অনুমতি দিয়েছিল
নিউ দিল্লি:

সিবিআই তাঁর রাজ্যে অনুমতি ছাড়া হানা দিতে পারবে না বা তল্লাশি চালাতে পারবে না বলে ঘোষণা করেছিলেন চন্দ্রবাবু নায়ডু। তার কয়েকঘন্টার মধ্যেই একই ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই রাজ্যেও আর 'ফ্রি পাস' দেওয়া হবে না জানালেন তিনি।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের আইন অনুযায়ী, রাজধানী দিল্লির ওপর সংস্থাটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকলেও অন্য কোনও রাজ্যে প্রবেশের ক্ষেত্রে সেই রাজ্যের সরকারের অনুমতি প্রয়োজন। 

১৯৮৯ সাল থেকেই পশ্চিমবঙ্গ সরকার সিবিআইকে এই রাজ্যে প্রবেশের এবং তল্লাশি চালানোর অনুমতি দিয়ে দিয়েছিল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রবাবু নায়ডুকে সমর্থন জানিয়ে বলেন, "সিবিআইকে রাজ্যে প্রবেশ করার অনুমতির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে একদম ঠিক কাজ করেছেন চন্দ্রবাবু নায়ডু। বিজেপি 'নোট চেঞ্জার' হতে পারে, তবে ওরা 'গেম চেঞ্জার' নয়", বলেন তিনি। 

সিবিআই অধিকর্তা অলোক বর্মার বিরুদ্ধে জমা পড়া রিপোর্ট মিশ্র বলল সুপ্রিম কোর্ট, দশটি তথ্য

রাজ্যে সিবিআইকে প্রবেশের অনুমতি না দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করার কাজেও নজর দিলেন চন্দ্রবাবু।

.