This Article is From Nov 15, 2018

মতুয়াদের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা মমতার

মতুয়াদের জন্য নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ের মানুষরা হলেন বাংলাদেশ থেকে আসা শরণার্থী।

মতুয়াদের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা মমতার
কলকাতা:

মতুয়াদের জন্য নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ের মানুষরা হলেন বাংলাদেশ থেকে আসা শরণার্থী। এবং, এই রাজ্যের দ্বিতীয় প্রভাবশালী তফশিলী জাতি। মতুয়া সম্প্রদায়ের মানুষের মোট সংখ্যা ৩০ লক্ষ। উত্তর ২৪ পরগণার চাঁদপাড়াতে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নামে ওই বিশ্ববিদ্যালয়টি হবে বলে জানা গিয়েছে। এই বিশ্ববিদ্যালয় তৈরি করতে মোট জমি লাগবে ৮.১ একর। সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সদর দফতর থেকে এই বিশ্ববিদ্যালয়টির দূরত্ব ৫ কিলোমিটার। মতুয়াদের ‘বড়মা'র জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

“বিশ্ববিদ্যালয় তৈরির জন্য জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়ে গিয়েছে। এই জমি এরপর রাজ্যের শিক্ষা মন্ত্রকের হাতে তুলে দেওয়া হবে। তারাই প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে”, বলেন মমতা।

তিনি আরও বলেন, “দরিদ্রদের ওপর অত্যাচারের বিরুদ্ধে বরাবরই সরব হয়েছে মতুয়াসংঘ। মতুয়ারা চিরকালই সর্বধর্মসমন্বয় এবং ঐক্যে বিশ্বাস করে এসেছে। তাঁদের ওই অবদানের প্রতি কৃতজ্ঞতাস্বরূপই সরকারের পক্ষ থেকে তৈরি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। আমরা এর সঙ্গেই মতুয়া সংঘ বিকাশ পরিষদও গড়ে তুলব”, বলেন মমতা।

মমতা জানান, বিখ্যাত ‘ঠাকুরবাড়ি'র সামনে দুটো বড় গেট করে দিয়ে গোটা এলাকাটিকে সুন্দরভাবে সাজানোর নির্দেশ তিনি দিয়েছেন রাজ্যের পর্যটন বিভাগকে

.