This Article is From Oct 13, 2019

“আমার অনুভুতির জগৎ”, তামিলনাড়ুর সৈকতে হাঁটার পর কবিতা লিখলেন প্রধানমন্ত্রী

Mamallapuram Summit: রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা শেয়ার করেন প্রধানমন্ত্রী, , “আমার অনুভুতির জগৎ”-এ কথোপকথন

“আমার অনুভুতির জগৎ”, তামিলনাড়ুর সৈকতে হাঁটার পর কবিতা লিখলেন প্রধানমন্ত্রী

Mamallapuram Summit: সৈকত এলাকায় তাঁর হাঁটা এবং ব্যায়াম করার ছবিও শেয়ার করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি:

মামাল্লাপুরমের (Tamil Nadu's Mamallapuram) সমুদ্রসৈকতে সকালে হাঁটেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আর তাতেই, সমুদ্রের সঙ্গে তাঁর “আলাপচারিতা” নিয়ে কবিতা লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা লেখেন প্রধানমন্ত্রী মোদি, “আমার অনুভুতির জগৎ”-এর সঙ্গে “কথোকথন” নাম দেন তিনি। হিন্দিতে লেখা ওই কবিতায় সুর্যের সঙ্গে সমুদ্রের সম্পর্ক, ঢেউ এর সঙ্গে এবং তার বেদনার সম্পর্ক তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি।  চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিতে দুদিনের তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলনেই সন্ত্রাসবাদের মোকাবিলা, বিনিয়োগ থেকে শুরু করে বাণিজ্য এবং দুইদেশের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে আলোচনা হয়।

মামল্লাপুরম সফরের দ্বিতীয়দিনে সমুদ্র সৈকতে হাঁটা এবং ব্যায়াম করার ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী মোদি। সমুদ্র সৈকতের একটি নির্জন জায়গায় সময় কাটানোর ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, “সুন্দর সৈকতে হাঁটা এবং ব্যায়াম করে সতেজ লাগছে”।

হাঁটা এবং ব্যায়াম করার পাশাপাশি “স্বচ্ছ ভারত” অভিযানও চালান প্রধানমন্ত্রী, তা সবার জানা, সেখানে তিন মিনিটের একটি ভিডিও শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, “আজ সকালে মামল্লাপুরমের বিচে জঞ্জাল সাফাই। ৩০ মিনিট ধরে এই কাজটা হয়েছে। সেগুলি তুলে দিয়েছি হোটেলের কর্মী জিয়ারাজের হাতে”।তিনি লেখেন, “আমাদের নিশ্চিত করতে হবে, যেন জনপদগুলি পরিষ্কার এবং পরিপাটি থাকে!আমাদেরও সুস্থ এবং স্বাস্থ্যবান হতে হবে”।

লেখান ছাড়াও, যোগার প্রতি প্রধানমন্ত্রী প্রীতি সবার জানা, অবসর সময়ে মাঝেমধ্যেই জটিল আসন করে থাকেন প্রধানমন্ত্রী মোদি।

.