This Article is From Feb 25, 2019

শোওয়ার ঘরে উদ্ধার দেহ, তরুণ পরিচালিকার মৃত্যু ঘিরে রহস্য

নয়নাকে ফোনে যোগাযোগ করতে না পেরে তার মা বন্ধুদের ফোন করেন। এক বন্ধুই পৌঁছে শোওয়ার ঘরে তার দেহটি দেখতে পান।

শোওয়ার ঘরে উদ্ধার দেহ, তরুণ পরিচালিকার মৃত্যু ঘিরে রহস্য

পুলিশ জানিয়েছে, নয়নার ডায়াবেটিসের চিকিৎসা চলছিল

হাইলাইটস

  • তিরুবন্তপুরমে এক মালায়ালম চিত্র নির্মাতার দেহ উদ্ধার হল তারই বাড়ি থেকে
  • মৃতার নাম নয়না সূর্যন
  • মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮
তিরুবন্তপুরম:

কেরালার তিরুবন্তপুরমে এক মালায়ালম চিত্র নির্মাতার দেহ উদ্ধার হল তারই বাড়ি থেকে। সোমবার পুলিশ জানায়, নয়না সূর্যন নামে ওই তরুণ চিত্র নির্মাতা বহু বড় মাপের পরিচালকের সহযোগী হিসাবে কাজ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮। পুলিশ জানিয়েছে, নয়নার দেহের ময়না তদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক ভাবে বলা যাবে।

‘অমিতাভের থেকে বদলা নেবেন,' টুইটারে খোলাখুলি জানালেন শাহরুখ খান

পুলিশ জানিয়েছে তার ডায়াবেটিসের চিকিৎসা চলছিল। নয়নাকে ফোনে যোগাযোগ করতে না পেরে তার মা বন্ধুদের ফোন করেন। এক বন্ধুই পৌঁছে শোওয়ার ঘরে তার দেহটি দেখতে পান।

নয়না ২০১৭ সালে ‘ক্রসওয়ার্ড' সিনেমার মাধ্যমে নিজের কৃতিত্বের সাক্ষর রাখেন।

তার আগে তিনি কমল, জিতু জোসেফ, ডক্টর বিজুর মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

কাঁটাতার পেরিয়ে শত্রু শিবিরে পা, পদে পদে বিপদ অপেক্ষা করছে পদ্মার জন্য

তিনি দেশের বাইরে বহু বিজ্ঞাপন ও স্টেজ শো-এর পরিচালনাও করেছেন।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়না প্রথম লেনিন রাজেন্দ্রনের সহযোগী হিসাবেই কাজ করেছিলেন। ১৪ জানুয়ারি লেনিনের অকস্মাৎ মৃত্যু তাকে গভীর ভাবে প্রভাবিত করেছিল।

কেরালার আলাপ্পড়ে নয়নার বাবা-মা আরও দুই সন্তানকে নিয়ে থাকেন।

 

.