This Article is From Sep 06, 2018

Majerhat Bridge collapse: বিজেপিকে সার্কাস পার্টি বললেন পার্থ

মাঝেরহাট ব্রিজ ( Majerhat Bridge) বিজেপিকে  সার্কাস পার্টি আখ্যা  দিলেন  তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Majerhat Bridge collapse: বিজেপিকে সার্কাস পার্টি বললেন পার্থ

Majerhat Bridge collapse: ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় প্রথম থেকেই তৎপর মুখ্যমন্ত্রী।

কলকাতা:

 বিজেপিকে (BJP) সার্কাস পার্টি আখ্যা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মাঝেরহটের ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মুকুল রায়  থেকে শুরু করে বিজেপি নেতারা যেভাবে মন্তব্য করে চলেছেন তারই পাল্টা দিলেন পার্থ। ব্রিজের একাংশ  ভেঙে পড়ার ঘটনায় পূর্ত দপ্তরকে দায়ী করেছেন মুকুলের রায়ের মতো নেতা।

একই দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায় এবং থেকে শুরু করে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে পার্থ বলেন, কথা বলা নয় বিজেপি নেতাদের আসল উদ্দেশ খবরের কাগজে ছবি ছাপানো। তাঁর মতে এই সমস্ত বিজেপি নেতাদের কারও ব্রিজ ভাঙার বিষয়ে মন্তব্য করার শিক্ষাগত যোগ্যতা নেই।

আর তারপরেই তিনি বলেন বিজেপি এখন সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উচিত নেতাদের নিয়ন্ত্রণ করা। এদিকে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই। এখনও  নিখোঁজ দুজন।

এ প্রসঙ্গে বুধবার  সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভেতরে কেউ আটকে আছে  কিনা জানতে এখনও উদ্ধার কাজ চলছে। ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় প্রথম থেকেই তৎপর মুখ্যমন্ত্রী। দার্জিলিং সফর কাটছাট করেছেন।

কলকাতা ফিরে সোজা  চলে গিয়েছেন ঘটনাস্থলে। তার আগে প্রতি মুহূর্তের খবর নিয়েছেন প্রশাসনিক কর্তাদের থেকে। পাশাপাশি এটাও জানিয়েছেন, মুখ্যসচিব মলয় দের নেতৃত্বে একটি কমিটি ঘটনার তদন্ত করবে। 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.