This Article is From Mar 01, 2019

Maha Shivratri 2019: জানেন কি এবছরের মহাশিবরাত্রি কেন বিশেষ গুরুত্বপূর্ণ?

Maha Shivratri 2019: ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে পড়া শিবরাত্রি মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়। মনে করা হয় যে, এই বিশেষ দিনটিতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল।

Maha Shivratri 2019: জানেন কি এবছরের মহাশিবরাত্রি কেন বিশেষ গুরুত্বপূর্ণ?

৪ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি (Maha Shivratri 2019)

নিউ দিল্লি:

Maha Shivratri 2019: এই বছর মহাশিবরাত্রি ৪ মার্চ পালিত হবে। প্রতি মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশীতে ওই মাসের শিবরাত্রি (Shivaratrii) হয়, কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে পড়া শিবরাত্রি মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়। মনে করা হয় যে, এই বিশেষ দিনটিতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর পাশাপাশি প্রয়াগরাজে চলে কুম্ভমেলারও এটি বিশেষ দিন! কারণ এই দিনেই এখানে শেষ শাহী স্নান হবে।

বালাকোটের জঙ্গি ঘাঁটিতে হানার সময় 'মিরাজ'-কে 'পথ' দেখিয়েছিল কোন বিমান, জেনে নিন

মহা শিবরাত্রি কখন পালিত হয়?

৪ মার্চ মহাশিবরাত্রি। এই দিন আবার সোমবারও। সোমবারে ভগবান শিবের পুজোর বিশেষ দিনও। সোমবারের দিন অনেকেই সোমেশ্বর ব্রত রাখেন। সোমেশ্বরের দুইটি অর্থ হ'ল। প্রথম অর্থ চাঁদ এবং দ্বিতীয় অর্থ দেব। শিবপুরাণের মতে প্রতি সোমবার ভগবান শিবের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছেন। অনেকেই মনে করেন এই দিন পুজো করলে ভক্তের কুণ্ডলী থেকে সব ধরনের ত্রুটি দূর হয়। মহাশিবরাত্রিতে মন্দিরে মন্দিরে বিশাল ভক্ত সমাগম হয়। কিছু মন্দিরে বিশেষ ভক্তিমূলক গানের অনুষ্ঠানও করা হয়।

Budgam Crash: জম্মু কাশ্মীরে ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর চপার, মৃত ২!

মহাশিবরাত্রির শুভ মুহুর্ত কখন?

শুভ মুহুর্ত শুরু - ৪ মার্চ বিকেল ০৪:২৮ থেকে 

 

কীভাবে শিবের পুজোর প্রস্তুতি নেওয়া হয়?

পুজোর নিয়ম অনুযায়ী, গাওয়া ঘিতে কর্পূর মিশিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে ১০৮ বার আহুতি দিতে হয়। এই দিন রুদ্রাক্ষের মালা ধারণ করাও শুভ মনে করা হয়। মহাশিবরাত্রির দিন কাঁচা দুধে গঙ্গা জল মিশিয়ে তা শিবলিঙ্গে ঢালতে হ। চন্দন, ফুল, ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে পুজো করা হয়।

 

মহাশিবরাত্রির ব্রতে কী খাবেন?

মহাশিবরাত্রি ২০১৯: মহাশিবরাত্রিতে শিবভক্তরা বিশেষ ব্রত রাখেন। সারা দিন খাবার ও জল গ্রহণ করেন না মানুষ। আবার কিছু ভক্তরা সারাদিন ফল, দুধ এবং ড্রাই ফ্রুটস খান। এছাড়াও অনেকে আলু, সাবুদানা, আলুর সবজি এবং সাবুদানার পকোড়াও খান। এই সব খাবারই ঘি দিয়ে বানানো হয়, তেল ব্যবহার করা হয় না। এবং মশলা বলতেও শুধু জিরে, গোলমরিচ ও লঙ্কা ব্যবহার করেন ভক্তরা। ব্রত চলাকালীন সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ ব্যবহৃত হয়। এছাড়া পুজো পার্বণে মিষ্টির ভূমিকা তো অসীমই।

 

.