This Article is From May 20, 2019

মাধ্যমিকের ফল প্রকাশ সকাল ৯ টায়, কীভাবে ফল জানবেন মোবাইল অ্যাপের ও এসএমএসের মাধ্যমে?

মাধ্যমিকের ফলাফল পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে, wbbse.org, এবং পশ্চিমবঙ্গে পরিচালিত পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক পোর্টাল wbresults.nic.in-এ পাওয়া যাবে।

মাধ্যমিকের ফল প্রকাশ সকাল ৯ টায়, কীভাবে ফল জানবেন মোবাইল অ্যাপের ও এসএমএসের মাধ্যমে?

পর্ষদ wbresults.nic.in ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে

কলকাতা:

Madhyamik Result 2019: রাজ্যে এখন মানুষের অধীর অপেক্ষা কেবল ফলাফল ঘিরে। আগামী ২৩ মে দেশ জুড়ে লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে চোখ থাকবে মানুষের, এর মাঝেই প্রকাশিত হবে স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) আগামীকাল ২১ মে, ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik examination) ফল ঘোষণা করবে। পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফলাফল প্রথম সাংবাদিক সম্মেলনে সকাল ৯ টায় ঘোষণা করা হবে এবং এরপর বেলা ১০ টা নাগাদ ফলাফল পোর্টালে প্রকাশ করা হবে। ফলাফল ঘোষণার পর, পর্ষদ (WBBSE) নির্ধারিত ক্যাম্প অফিস থেকে একই দিনে সকাল ১০ টায় মার্কশিট ও অন্যান্য শংসাপত্র বিতরণ করবে। ছাত্রছাত্রীরা তাঁদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে শংসাপত্র সংগ্রহ করতে পারেন। 

Elections 2019: রাজনীতিকে “নন-সিরিয়াস অ্যাফেয়ার” করে তুলছে তৃণমূল: বিকাশ

মাধ্যমিকের ফলাফল পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে, wbbse.org, এবং পশ্চিমবঙ্গে পরিচালিত পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক পোর্টাল wbresults.nic.in-এ পাওয়া যাবে। সরকারি ওয়েবসাইটগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গের মাধ্যমিক ফলাফলটি বেশ কয়েকটি বেসরকারি ফলাফলের পোর্টালেও প্রকাশ করা হবে, যার বিবরণ পর্ষদ দ্বারা প্রকাশিত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। 

ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২/ ৫৬২৬৩/৫৮৮৮৮ নম্বরে। এছাড়াও আপনার মোবাইল নম্বরটি প্রি রেজিস্টার করতে পারেন, এতে রেজাল্ট বেরনো মাত্রই এসএমএস পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য www.exametc.com-এ মোবাইল নম্বর এবং রোল নম্বর দিয়ে রেজিস্টার করুন।

শিক্ষার্থীদের সুবিধার জন্য পর্ষদ মোবাইল অ্যাপের মাধ্যমেও মাধ্যমিক ফলাফল (Madhyamik examination) প্রকাশ করবে। মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাধ্যমিক ফলাফল ২০১৯' গুগল প্লেস্টোরে ডাউনলোড করতে পারেন ছাত্রছাত্রীরা।

 Election 2019: শেষ দফায় ভোটের ময়দানে প্রধানমন্ত্রীসহ ৯১৮ জন প্রার্থী

এই বছর মোট ১০,৬৬,০০০ শিক্ষার্থী মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। এর মধ্যে ১০,৬৪,৯৮০ জন নিয়মিত শিক্ষার্থী। পিটিআই প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উপস্থিতির নিরিখে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ।

২০১৮ সালে পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জুন মাসে প্রকাশ করে। ২০১৮ সালে উত্তীর্ণের মোট হার ছিল ৮৫.৪৯%। মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে কম ছিল।

.