This Article is From May 21, 2019

মাধ্যমিকের ফল প্রকাশ! ফের জয়জয়কার জেলার, ৬৯৪ পেয়ে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত

Madhyamik Result 2019: এবার প্রথম স্থানে রয়েছেন, সৌগত দাস। পুর্ব মেদিনীপুর মহম্মদ দেশপ্রাণ বিদ্যাপীঠের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৪ (৯৯.৯৪%)। 

মাধ্যমিকের ফল প্রকাশ! ফের জয়জয়কার জেলার, ৬৯৪ পেয়ে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত

Madhyamik Result 2019: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল

প্রকাশিত হল ২০১৯ সালের মাধ্যমিকের ফলাফল (10th results) । মোট পাসের হার ৮৬.০৭% । পর্ষদ সভাপতি জানান, ছাত্রীদের সংখ্যা এবার ১,৪১,৯৬১ জন বেশি ছাত্রদের থেকে। যদিও ছাত্রীদের পাসের হার ছাত্রদের থেকে কম। তবে গতবছরের থেকে তা ১% বেশি। মাধ্যমিকের (Madhyamik) ফলাফলে এবার পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সর্বার্ধিক ৯৬.১০%। এর পরেই কলকাতা। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। এবছর মোট ২৮৩৫ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

এই বছর মোট ১০,৬৬,০০০ শিক্ষার্থী মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। এর মধ্যে ১০,৬৪,৯৮০ জন নিয়মিত শিক্ষার্থী। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উপস্থিতির নিরিখে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ করল পর্ষদ। কোনও ফল অসম্পূর্ণ নেই।

এবার প্রথম স্থানে রয়েছেন, সৌগত দাস। পুর্ব মেদিনীপুর মহম্মদ দেশপ্রাণ বিদ্যাপীঠের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৪ (৯৯.৯৪%)।  ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল, ও কোচবিহার ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা যুগ্ম দ্বিতীয় (৬৯১)। ক্যামেলিয়া রায় (রায়গঞ্জ গার্লস হাইস্কুল)  ও ব্রতীন মণ্ডল (শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল) ৬৮৯ পেয়ে তৃতীয়।

বেলা ১০ টা নাগাদ ফলাফল পোর্টালে প্রকাশ করা হবে। ফলাফল ঘোষণার পর, পর্ষদ (WBBSE) নির্ধারিত ক্যাম্প অফিস থেকে আজই সকাল ১০ টায় মার্কশিট ও অন্যান্য শংসাপত্র বিতরণ করা হবে। ছাত্রছাত্রীরা তাঁদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে শংসাপত্র সংগ্রহ করতে পারেন।

.