This Article is From Oct 23, 2018

ভোট নিয়ে সচেতনতা বাড়াতে মদের বোতলে বার্তার সিদ্ধান্ত মধ্যপ্রদেশের, পরে তা বাতিল

ভোট দেওয়ার গুরুত্ব বোঝানো এবং তা নিয়ে সচেতনা বাড়ানোর জন্য মধ্যপ্রদেশের ঝাবুয়ার জেলা প্রশাসন দু’লক্ষ মদের বোতলে স্টিকার লাগানোর পরিকল্পনা নিয়েছিল। পরে যদিও ওই পরিকল্পনা বাতিল করা হয়।

ভোট নিয়ে সচেতনতা বাড়াতে মদের বোতলে বার্তার সিদ্ধান্ত মধ্যপ্রদেশের, পরে তা বাতিল

ঝাবুয়া জেলা প্রশাসন মদের বোতলে স্টিকার লাগানোর পরিকল্পনা বাতিল করল

ঝাবুয়া, মধ্যপ্রদেশ:

ভোট দেওয়ার গুরুত্ব বোঝানো এবং তা নিয়ে সচেতনা বাড়ানোর জন্য মধ্যপ্রদেশের ঝাবুয়ার জেলা প্রশাসন দু'লক্ষ মদের বোতলে স্টিকার লাগানোর পরিকল্পনা নিয়েছিল। পরে যদিও ওই পরিকল্পনা বাতিল করা হয়। মদের বিক্রেতারা জেলা প্রশাসনের দেওয়া ওই স্টিকারগুলো বোতলে এমনভাবে লাগাতে আরম্ভ করেছিল, যার ফলে মদের বোতলে অ্যালকোহল সেবন সম্বন্ধে যে সতর্কবার্তাটি দেওয়া থাকে, তা চাপা পড়ে যায়। স্থানীয় ভাষায়ওই স্টিকারটিতে লেখা- ভোট জরুর নখওয়া নু, হামু সঙ্কল্প করায়ি সে (ভোট দিতেই হবে, এই প্রতিজ্ঞাই করেছি আমরা)। এই স্টিকার জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি, গাড়ি, রেশন কার্ড ইত্যাদি সব জায়গাতেই লাগানো হচ্ছে।

ঝাবুয়া জেলার কালেক্টর আশিষ সাক্সেনা বলেন, “ভোট দেওয়া নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য মদের বোতলে স্টিকার লাগানোর বিবিধ কারণ থাকতে পারে। তবে, আপাতত আমি ওই স্টিকার তুলে নেওয়ার নির্দেশ দিয়েছি আবগারি দফতরকে। সচেতনতা বাড়ানোর জন্য আমরা দু'লক্ষ বাড়ির দেওয়ালে রঙ করে ওই বার্তাটি বসিয়েছি। এবার রেশন কার্ডেও ওই বার্তাটি দেওয়া থাকবে স্টিকারের মাধ্যমে”।

এই প্রচার পদ্ধতি নিয়ে সরব হয়েছে বিরোধী কংগ্রেস ও জয় আদিবাসী যুব সংগঠন। “এই প্রচার পদ্ধতির মাধ্যমে সাধারণ ভোটারদের প্ররোচিত করার একটা সম্ভাবনা থেকেই যায়। এই নিয়ে অবিলম্বে তদন্ত হওয়া দরকার। তারপরই উচিত কঠোর ব্যবস্থা নেওয়া”, বলেন কংগ্রেসের মুখপাত্র দুর্গেশ শর্মা।

.