This Article is From Oct 23, 2019

প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউড তারকাদের সাক্ষাৎ, ভিডিও শেয়ার করল বিজেপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউডের কুশীলবদের সাক্ষাতের ন’মিনিট দীর্ঘ এই ভিডিওটি প্রযোজনা করে রাজকুমার হিরানি ফিলমস।

প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউড তারকাদের সাক্ষাৎ, ভিডিও শেয়ার করল বিজেপি

গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে তাঁর সঙ্গে বলিউডের কুশীলবরা সাক্ষাৎ করেন।

নয়াদিল্লি:

গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বাসভবনে তাঁর সঙ্গে বলিউডের (Bollywood) অভিনেতা, প্রযোজক ও পরিচালকদের সাক্ষাতের একটি ভিডিও টুইট করেছে বিজেপি (BJP)। ওইদিন প্রধানমন্ত্রীর বাড়িতে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ছিলেন শাহরুখ খান, আমির খা‌ন, সোনম কাপুর এবং জ্যাকলিন ফার্নান্ডেজ ও আরও অনেকে। তাঁদের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। একটি হলের মধ্যে তাঁদের দেখা যায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে। সেখানে একটি প্রোজেক্টরে মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষের উপরে একটি ভিডিও-ও দেখানো হয়। ভর্তি হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলিউদের নামী ব্যক্তিত্বদের উদ্দেশে বলেন, ‘‘যদি আপনাদের কোনও পরামর্শ থাকে, আমি শুনতে চাই।'' গাঢ় নীল জ্যাকেট পরিহিত আমির খান এরপর মাইক্রোফোন হাতে তুলে নিয়ে প্রধানমন্ত্রীর পাশেই বসে পড়েন।

৪৬-এ পা মালাইকার! প্রেমিক অর্জুন কাপুর সহ তারকাদের নিয়ে মাতলেন হুল্লোড় পার্টিতে

আমির খান বলেন, ‘‘গান্ধিজির জ্ঞান ছিল মহৎ ও গভীর। তাঁর চিন্তাভাবনাকে বিশ্বের সামন‌ে, তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। প্রত্যেক সৃষ্টিশীল ব্যক্তির উচিত নিজের কাজের মধ্যে দিয়ে দেশকে গড়ে তুলতে সাহায্য করা।''

এরপর কথা বলেন শাহরুখ খান। ‘কিং খান' বলেন, ‘‘ধন্যবাদ স্যার, আমাদের এখানে ডাকার জন্য। আমকা অভিনেতারা কখনওই সময়ে আসি না। এবং কখনও এক জায়গায় একজোট হই না।'' এই কথা শুনে হাসির রোল ওঠে। এরপর শাহরুখ খান বলেন, ‘‘আমি সত্যিই বিশ্বাস করি গান্ধিজিকে ‘রিলোড' করা প্রয়োজন। আমাদের দরকার গান্ধিজি ২.০।''

Tatkal Ticket Booking: কীভাবে চটজলদি বুকিং করবেন ট্রেনের তৎকাল টিকিট? জেনে নিন বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউডের কুশীলবদের সাক্ষাতের ন'মিনিট দীর্ঘ এই ভিডিওটি প্রযোজনা করে রাজকুমার হিরানি ফিলমস।

কঙ্গনা রান‌াউত বলেন, ‘‘এর আঘে কেউ ইন্ড্রাস্ট্রিকে এতটা সম্মান দেননি এবং এর ক্ষমতা ও শক্তিকে অনুভব করেননি। সমস্ত ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাচ্ছি। আণরা সবাই মিলে নিশ্চিত করব যাতে মহাত্মা গান্ধিকে পৌঁছে দেওয়া যায়।''

নামী প্রযোজক একতা কাপুরও সেখানে উপস্থিত ছিলেন। তাঁকে অন্য তারকাদের মতোই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।

সারেগামাপার মঞ্চ মাতানো স্নিগ্ধজিৎ রবীন্দ্র সরোবরে লেকের ধারে এনডিটিভি বাংলার সঙ্গে আড্ডা দিলেন। আর অবশ্যই শোনালেন গান। দেখুন ভিডিও

.