This Article is From Mar 26, 2019

আন্দামানে তৃণমূলের হয়ে প্রচার করবেন কমল হাসান

Loksabha Elections 2019: আন্দামান ও নিকোবরে(Andaman and Nicobar) মনোরঞ্জন ভক্তের নাতি অয়ন মণ্ডলকে (Ayan Mondal) প্রার্থী করেছে তৃণমূল।

আন্দামানে তৃণমূলের হয়ে প্রচার করবেন কমল হাসান
কলকাতা:

২০১৯ লোকসভা নির্বাচনে আন্দামান ও নিকোবরে (Andaman and Nicobar) তৃণমূলের হয়ে প্রচার করবেন তামিলনাড়ুর অভিনেতা-রাজনীতিবিদ তথা মাক্কাল নিধি মাইয়াম (MNM) দলের প্রতিষ্ঠাতা কমল হাসান (Kamal Haasan)। আন্দামান ও নিকোবর(Andaman and Nicobar) কেন্দ্রে ৮ বারের কংগ্রেস প্রার্থী মনোরঞ্জন ভক্তের নাতি অয়ন মণ্ডলকে (Ayan Mondal) প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কমল হাসান।বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা রাজনৈতিক জোট করেছি। আন্দামানে আমাদের প্রার্থী মনোরঞ্জন ভক্তের নাতি অয়ন মণ্ডল (Ayan Mondal) । আমাদের সমর্থন করবেন কমল হাসান (Kamal Haasan) এবং সেখানে ৬ এপ্রিল সভা করবেন কমল হাসান”।

কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কমল হাসান

তিনি বলেন, “আমাদের দলের তরফে সেখানে যাবেন মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য নেতারা।একসঙ্গে কাজ করার এটা একটা ভাল সুযোগ তামিলনাড়ু ও বাংলার।বিশেষ করে কমল হাসানের মতো একজন ব্যক্তিক্ত...শুধুমাত্র একজন রাজনীতিবিদই নন, একজন অভিনেতাও।সবাই তাঁকে চেনেন।মানুষের জন্য কাজে নামা তাঁর ভাল ও ব্যতিক্রমী উদ্যোগ।তাঁর উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ”।

ভোটের পর ভারতীয় জোকার পার্টি হবে বিজেপি, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আন্দামান নিকোবর কেন্দ্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কমল হাসান। তবে আসন্ন নির্বাচনে তাঁর দল বিজেপি বিরোধী জোটে সামিল হবে কিনা, তা নিয়ে কোনও মন্তব্য করেন নি তিনি।কমল হাসান বলেন, “এখন আন্দামান নিয়ে আলোচনা হয়েছে।আমার একটি ছোট্টো আঞ্চলিক দল।সেই কারণে, আমি আমার এলাকা এবং বাংলা নিয়ে আমি ভাবছি, কারণ, আমি বাংলাকে ভালবাসি।আমরা পরবর্তীতে ধাপে ধাপে এগোব”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.