This Article is From Feb 25, 2019

এ রাজ্যে ইভিএম মেশিন হ্যাক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মমতা

 বাংলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক  করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এ রাজ্যে  ইভিএম মেশিন হ্যাক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মমতা

 কাশ্মীরের জঙ্গিহানা সম্পর্কে বলতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে  আক্রমণ করেন মমতা।

হাইলাইটস

  • ইভিএম মেশিন হ্যাক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
  • বিজেপির দিকে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী
  • এ সব করে কোনও সুবিধা হবে না, বাংলায় বিজেপির সুযোগ নেইঃ মমতা
কলকাতা:

বাংলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক করার পরিকল্পনা করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বলেন, "ইভিএমে গোলমাল করতে লোক নিয়োগ করা হয়েছে কিন্তু এ সব করে কোনও সুবিধা হবে না। বাংলায় আপনার কোন সুযোগ নেই মোদীবাবু। আপনার সময় শেষ হয়ে এসেছে। মনে রাখবেন ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান হতে পারলে বিজেপিকেও ক্ষমতাচ্যুত করা যায়"!  দলের বর্ধিত কোর কমিটির সভায় একথাই বলেন মুখ্যমন্ত্রী।  নাম না করে একদা সবচেয়ে সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী  মুকুল রায় কেউ আক্রমণ করেন  মমতা।  বলেন, বিজেপির কোলে বসে কেউ কেউ  চিৎকার করছে।  বিজেপি ক্ষমতাচ্যুত হলে কেউ পার পাবে না। 

শান্তি স্থাপনের সুযোগ দিন, মোদীর চ্যালেঞ্জের পর বার্তা দিলেন ইমরান

বিজেপির পাশাপাশি  আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদকেও  আক্রমণ করেন মমতা। তাঁর মতে বিশ্ব হিন্দু পরিষদ একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন।  এদের বিরুদ্ধে লড়াই করতে  হবে।  দলীয় কর্মীদের মমতা বলেন,  কোথাও কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করলেই পুলিশে খবর দেবেন।  বাংলায় এসব চলতে দেওয়া যাবে না।

সুইসাইড নোটে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন প্রাক্তন আইপিএস অফিসার

কাশ্মীরের জঙ্গিহানা সম্পর্কে বলতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে  আক্রমণ করেন মমতা। তিনি বলেন, "জঙ্গি হামলার সময় আপনি কোথায় ছিলেন"?  পাশাপাশি সেনা জওয়ানদের আকাশ পথের  বদলে রাস্তা  দিয়ে  নিয়ে  যাওয়া  হচ্ছিল কেন সে প্রশ্নও  তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর  দাবি, জওয়ানদের রক্ত নিয়ে বিজেপি রাজনীতি করছে।

যা কিছু হয়ে যাক, রাজ্যে সাম্প্রদায়িক হিংসা করতে দেব না, বললেন মমতা

মমতা বলেন, বিজেপির বিদায় ঘন্টা বেজে গিয়েছে।  সমস্ত দল নিজেদের মতো করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।  দিল্লিতে আপ সুপ্রিমো  অরবিন্দ কেজরিওয়ালের সভাতে  গিয়ে যে বার্তা দিয়েছিলেন তর  পুনরাবৃত্তি করে মমতা বলেন,  লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টির মধ্যে ৪২ টি আসনেই তৃণমূল কে জিততে হবে। পাশাপাশি আরও একবার সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা  হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।  বিদেশ সফরে প্রধানমন্ত্রী কেন সাংবাদিকদের নিয়ে যান না  সেটাও জানতে  চান মমতা।    

       

 

.