This Article is From May 03, 2019

প্রধানমন্ত্রী মোদীকে কি টেক্কা দিতে পারবেন মমতা? প্রণয় রায়ের বিশ্লেষণ

রাজ্যের ভোটারদের সঙ্গে কথা বললেন প্রণয় রায় এবং তাঁর টিম The Countdown. সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার।

প্রধানমন্ত্রী মোদীকে কি টেক্কা দিতে পারবেন মমতা? প্রণয় রায়ের বিশ্লেষণ

প্রধানমন্ত্রী মোদীকে কি টেক্কা দিতে পারবেন মমতা? প্রণয় রায়ের বিশ্লেষণ

কলকাতা:

মমতা বন্দ্যোপাধ্যায় কি টেক্কা দিতে পারবেন প্রধানমন্ত্রী মোদীকে, রাজ্যে কি রাডনৈতিক বদল হবে?রাজ্যের ভোটারদের সঙ্গে কথা বললেন প্রণয় রায় এবং তাঁর টিম  The Countdown. এক্সক্লুসিভ সাক্ষাৎকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সিপিএমের সূর্যকান্ত মিশ্র এবং কংগ্রেসের সোমেন মিত্র। ১৯ মে পর্যন্ত রাজ্যে ৭ দফায় ভোট। বাম এবং কংগ্রেসের জনসমর্থন যেখানে বেশ কিছু বছর ধরেই তলানিতে, সেখানে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া বিজেপি।

May 03, 2019 23:31 (IST)

সিপিআইএমের সূর্যকান্ত মিশ্র বললেন, বিজেপির আক্রমণের জন্য প্রস্তুত ছিল না বামেরা।কিন্তু রাজ্যে প্রাসঙ্গিকতা বজায় রেখেছে তারা।

May 03, 2019 23:28 (IST)

NDTV এর সঙ্গে কথা বললেন সিপিআইএমের সূর্যকান্ত মিশ্র

May 03, 2019 23:26 (IST)

রাজ্যের রাজনীতিতে জাতপাতের প্রভাব: 



May 03, 2019 23:25 (IST)
May 03, 2019 23:24 (IST)
NDTV এর সঙ্গে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

.সাংগঠনিককভাবে আমরা দুর্বল। কোনও সাংগঠনিক পরিকাঠাম নেই। বিগত ১০-১৫ বছরে কংগ্রেস স্থির। প্রথমে আমায় কংগ্রেসকে তৈরি করতে হবে।

 . খুঁজে বের করতে হবে কোথায় আমাদের দুর্বলা। বঙ্গে আমাদের কংগ্রেসকে মজবুত করতে হবে

 

. তৃণমূল কংগ্রেস বেশীরভাগ আসনেই জিতবে।বিজেপি জিতবে ৮-১০টি আসন।অন্তত ৪টি আসন পাবে কংগ্রেস।

 

  
May 03, 2019 23:18 (IST)

2019 এ রাজ্যে সবচেয়ে বেশী ভোট পড়ছে:

May 03, 2019 23:17 (IST)

পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশী

May 03, 2019 23:06 (IST)
May 03, 2019 23:06 (IST)

বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন প্রণয় রায়

May 03, 2019 23:04 (IST)
May 03, 2019 23:02 (IST)

যে সমস্ত আসনে খুব বেশী সংখ্যক মুসলিম জনসংখ্যা নেই, সেখানে তৃণমূল ভাল ফল করে।

May 03, 2019 23:00 (IST)

 এক মুসলিম ভোটার ব্যবসায়ী NDTV এর প্রণয় রায়কে জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তিনি "নিরাপদ মনে করছেন"। তিনি বলেন, " উর্দুর উন্নয়নে তিনি কাজ করেন।তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়)সবাইকে নিয়ে থাকেন"

May 03, 2019 22:55 (IST)

এই নির্বাচনে কী আশা করে রাজ্যের যুব সম্প্রদায়, প্রণয় রায়কে কী বললেন তাঁরা

চাকরি, নারী নিরাপত্তার মতো বিষয়গুলি এই নির্বাচনে অন্যতম ইস্যু বল মনে করছে যুব সম্প্রদায়। কলকাতার কফি হাউজে এক পড়ুয়া প্রণয় রায়কে বললেন, "আমাদের জন্য একটা সরকার প্রয়োজন। আমাদের সাহায্যের জন্য উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন।

May 03, 2019 22:47 (IST)

রাজ্যে মুসলিম ভোট খুবই গুরুত্বপূর্ণ কেন, দেখুন এখানে

May 03, 2019 22:46 (IST)

বয়স অনুসারে এবং দল অনুসারে গ্রামীণ ও শহরের ভাগাভাগি

May 03, 2019 22:45 (IST)
May 03, 2019 22:44 (IST)

বামেদের সংগঠন ক্ষয়িষ্ণু হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপির প্রভাব বাড়তে থাকে

May 03, 2019 22:43 (IST)

রাজ্যে কংগ্রেসের পতনের সঙ্গে সঙ্গেই তৃণমূলের সংগঠন বাড়তে থাকে



.