This Article is From Feb 20, 2019

বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন মায়াবতী, বললেন জোটকে ভয় পেয়েছে বলেই নতুন সঙ্গীর খোঁজ করছে ওরা

বিজেপিকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টির সর্বময় নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়বতী । আরও একবার তিনি বলেন বিজেপি নেতৃত্ব দুর্বল।

বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন মায়াবতী, বললেন জোটকে ভয় পেয়েছে বলেই নতুন সঙ্গীর খোঁজ করছে ওরা

বিজেপিই যাই করুক না কেন,  দেশের ১৩০ কোটি মানুষ ওদের ক্ষমা করবে না: মায়াবতী

হাইলাইটস

  • বিজেপিকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টির সর্বময় নেত্রী
  • আরও একবার তিনি বলেন বিজেপি নেতৃত্ব দুর্বল
  • নির্বাচনের আগে নতুন নতুন দলের সঙ্গে জোট করতে চাইছে বিজেপি
লখনউ:

বিজেপিকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টির সর্বময় নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়বতী ।আরও একবার তিনি বলেন বিজেপি নেতৃত্ব দুর্বল। আর তাই লোকসভা নির্বাচনের আগে জোটসঙ্গী  খুঁজতে দরজায় দরজায় ঘুরছে তারা। নির্বাচনের আগে  নতুন নতুন দলের সঙ্গে জোট করতে চাইছে বিজেপি। সেই কারণে ইতিমধ্যে বিহারে জেডিইউ, তামিলনাড়ুতে এআইএডিএমকে এবং মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। এই বিষয়টিকেই হাতিয়ার করেছেন মায়াবতী। তিনি বলেন, "এভাবে  জোট করতে দেখেই বোঝা যাচ্ছে বিজেপি কতটা মরিয়া। এখান থেকেই বোঝা যায়  বিজেপি নেতৃত্ব ভয় পেয়েছে। ওরা নিজেদের উপর আস্থা রাখতে পারছে না। উত্তরপ্রদেশের জোটকে  ভয় পেয়েছে।  কিন্তু বিজেপিই যাই করুক না কেন,  দেশের ১৩০ কোটি মানুষ ওদের ক্ষমা করবে না। ওদের জন বিরোধী নীতির বিরুদ্ধেই রায় দেবে মানুষ"।  

ফেসবুকে কাশ্মীরিদের নিয়ে কথা বলার 'শাস্তি', ধর্ষণের হুমকি দেওয়া হল কলকাতার ছাত্রীকে

দিন কয়েক আগে বিমানে উঠতে বাধা পান উত্তরপ্রদেশের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেদিনও  তীব্র প্রতিবাদ করেন মায়া। টুইটে তিনি বলেন, "কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার আমাদের জোটকে ভয় পাচ্ছে"। গত সপ্তাহে মহাজোটকে আক্রমণ করে বিজেপি  সভাপতি অমিত শাহ বলেন, "এই জোট ক্ষমতায় এলে এক এক একদিন, এক এক জন প্রধানমন্ত্রী হবেন"। আর প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী বলেছেন,  "এটা মহাজোট নয় মহাভেজাল"।            

 

.