This Article is From Apr 25, 2019

তৃণমূলের 'সিন্ডিকেট মোর্চা' ছাড়া আর কিছুই নেই: নির্মলা সীতারামন

Loksabha elections 2019: তাঁর কথায়, "পশ্চিমবঙ্গ থেকে সিন্ডিকেটের ব্যবসা তুলে দেওয়ার জন্যই কেন্দ্রে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী সরকারকে নিয়ে আসুন আপনারা"।

তৃণমূলের 'সিন্ডিকেট মোর্চা' ছাড়া আর কিছুই নেই: নির্মলা সীতারামন

মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দরিদ্র-বিরোধী' বলে তোপ দাগলেন নির্মলা সীতারামন

ঝাড়গ্রাম:

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বুধবার তিনি(Nirmala Sitharaman) বললেন, তৃণমূল কংগ্রেস যে 'পরিবর্তন'-এর ডাক দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল, বাস্তবে সেই পরিবর্তন এসেছে কেবল রাজ্যের একটি পরিবারেই। ওই পরিবারের সকল সদস্যের জীবন ভরে উঠেছে 'সৌভাগ্য'-তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়ে ইঙ্গিত দেওয়ার পর তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের 'সিন্ডিকেট মোর্চা'র চালিকাশক্তি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী(Nirmala Sitharaman) কারও নাম না করলেও, তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'র দিকেও ইঙ্গিত করেন। ঝাড়গ্রামে একটি জনসভা করতে এই বিজেপি নেত্রী বলেন, "পরিবর্তন তো শুধু এই রাজ্যের একটি পরিবারেই হয়েছে। এমন পরিবর্তন যে, ওই পরিবারের এক সদস্য ভুরি ভুরি সোনা নিয়ে আসছেন"।

সৌজন্য বিক্রি করতে ভালবাসেন মোদী: মমতা

প্রসঙ্গত, ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন, তখন তাঁর স্লোগান ছিল- 'পরিবর্তন চাই'।

অন্যদিকে, গত ১৬ মার্চ তাইল্যান্ডের নাগরিক রুজিরা দমদম বিমানবন্দরে নামলে শুল্ক দফতরের কর্তাদের সঙ্গে একটি ঝামেলা লাগে তাঁর। তারপরই তিনি বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল যে, তাঁর সঙ্গে শুল্ক দফতরের কর্তারা চরমতম দুর্ব্যবহার করেছেন।

পাঁচ বছরে অভিষেকের সম্পত্তি বাড়ল তিনগুণ, কমল স্ত্রীয়ের

নির্মলা সীতারামন(Nirmala Sitharaman) বলেন, "আমাদের দলের একটি যুব সংগঠন রয়েছে। তার নাম- যুব মোর্চা। কিন্তু তৃণমূল কংগ্রেসের তো তেমন কিছুই নেই। ওদের রয়েছে কেবল সিন্ডিকেট মোর্চা"।

তাঁর কথায়, "পশ্চিমবঙ্গ থেকে সিন্ডিকেটের ব্যবসা তুলে দেওয়ার জন্যই কেন্দ্রে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী সরকারকে নিয়ে আসুন আপনারা"।

মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দরিদ্র-বিরোধী' বলে তীব্র আক্রমণ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "প্রতি পরিবারের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী 'আয়ুষ্মান ভারত প্রকল্প'-এর মাধ্যমে। কিন্তু, মমতা মানুষের ভালো চান না। এই রাজ্যের মানুষের ভালো চান না। তাই, এত গুরুত্বপূর্ণ প্রকল্পটিও তিনি এই রাজ্যে শুরু করতে দেননি"।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.