This Article is From Mar 24, 2019

লোকসভা ভোটে দলত্যাগীদের উপরেই ভরসা রাখছে তৃণমূল- বিজেপি

Lok Sabha Elections 2019: তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে গত লোকসভা  নির্বাচনের জেতা আসনেও অন্য দল থেকে আসা নেতাদের প্রার্থী করেছে তৃণমূল

লোকসভা  ভোটে দলত্যাগীদের উপরেই ভরসা রাখছে  তৃণমূল- বিজেপি

Lok Sabha Elections 2019: গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে নতুন বা বিশিষ্টদের প্রার্থী করেছে তৃণমূল

হাইলাইটস

  • দু’দলের নীচু তলার কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ জমতে শুরু করেছে
  • টিকিট না পেয়ে দল ছেড়েছেন বঙ্গ বিজেপির এক প্রবীণ নেতা
  • নতুনরা টিকিট পাওয়ায় দলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে দাবি তৃণমূল নেতার
কলকাতা:

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019)  প্রার্থী বাছাই (Candidate Selection) নিয়ে তৃণমূল এবং বিজেপি দু'দলের নীচু তলার কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ জমতে শুরু  করেছে বলে মনে করছে  রাজনৈতিক মহলের একটা বড় অংশ। কোচবিহার থেকে শুরু করে হুগলি – সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে বিজেপির মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। টিকিট না পেয়ে দল ছেড়েছেন বঙ্গ বিজেপির এক প্রবীণ নেতা। আবার তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি বিপ্লব মিত্রও বললেন নতুনরা টিকিট পাওয়ায় দলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। দলের মধ্যে থাকা  বিভিন্ন গোষ্ঠীকে  যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তা সুনিশ্চিত করতে নতুন বা সমাজের বিশিষ্টদের প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে যোগ্য প্রার্থীর অভাব আছে  বলে অন্য দল থেকে আসা নেতাদের  টিকিট দিচ্ছে বিজেপি।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের দলের কাজ করছেন এমন নেতা কর্মীর সংখ্যা  কম নয়। তাঁদের আমরা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীও করেছি। কিন্তু লোকসভায় লড়ার মতো যোগ্য নেতা আমাদের নেই।' আর সেই কারণেই অন্যদের উপর ভরসা করতে হচ্ছে।

অন্যদিকে এবার ৪২ টি আসনের মধ্যে  ১৮টি জায়গায় নতুন মুখের উপর ভরসা রেখেছেন  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ১৮ জনের মধ্যে  ৭ জন এমন নেতা আছেন  যারা  গত কয়েক বছরের মধ্যে কংগ্রেস বা বাম শিবির ছেড়ে  তৃণমূলে  যোগ  দিয়েছেন। প্রায় একই বিষয় দেখা গিয়েছে বিজেপির ক্ষেত্রেও। এখনও পর্যন্ত সমস্ত কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে নি  বিজেপি। কিন্তু বেশিটাই হয়ে  গিয়েছে। এর মধ্যে  দেখা যাচ্ছে  তৃণমূল  বা বামেদের হয়ে  জন প্রতিনিধিত্ব করেছেন এমন প্রার্থী আছেন ৬ জন।  আছেন একদা মমতা ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ।

তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে গত লোকসভা  নির্বাচনের জেতা আসনেও অন্য দল থেকে আসা নেতাদের প্রার্থী করেছে তৃণমূল। এই তালিকায় আছে বোলপুর মেদিনীপুর থেকে শুরু করে কোচবিহারের মতো কেন্দ্র। এরকমই আরও কয়েকটি কেন্দ্রে অন্য দল থেকে আসা নেতা বা বিশিষ্টদের প্রার্থী করা হয়েছে। একই সমস্যায় ভুগছে বিজেপিও।

.