This Article is From May 22, 2019

‘টিট ফর ট্যাট হবে’’: ইভিএম নিয়ে প্রাক্তন এনডিএ সঙ্গীর হুমকির জবাব রামবিলাশ পাশোয়ানের

Lok Sabha Election 2019: এলজিপি মুখ্য বলেন, ‘‘এগজিট পোল যা বলেছে আমরা তার থেকেও বেশি ভোট পাব। মালা ও মিষ্টি তৈরি রয়েছে।’’

রাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে এনডিএ জোটের একটি নৈশভোজে পাসোয়ান ওই মন্তব্য করেন। (File)

নিউ দিল্লি:

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘টিট ফর ট্যাট হবে।'' এর কয়েক ঘণ্টা আগেই প্রাক্তন এনডিএ সঙ্গী উপেন্দ্র কুশওয়াহা হুমকি দিয়েছিলেন, বিজেপি ও তাদের জোটসঙ্গীরা যদি ভোটযন্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়, তাহলে ‘রক্তারক্তি' হবে। তারই জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে এনডিএ জোটের একটি নৈশভোজে পাসোয়ান ওই মন্তব্য করেন। তিনি হিন্দিতে বলেন, ‘‘দেখুন, প্রধানমন্ত্রী কিছুই করেননি। প্রস্তাবেও কিছু নেই। কিন্তু আমরা... ইনিও (রাজনাথ) কিছু করবেন না... কিন্তু আমরা বলতে চাই টিট ফর ট্যাট হবে... বুঝেছেন তো?'' পাসোয়ান ওই মন্তব্য করেন যখন রাজনাথ সিংহের কাছে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানতে চান‌ বিরোধীদের ইভিএম সংক্রান্ত অভিযোগের উত্তরে সরকারের কী প্রতিক্রিয়া এবং ভোটের ফলপ্রকাশের পরে হিংসার সম্ভাবনা কতটা। বিজেপি সভাপতি অমিত শাহর আমন্ত্রণে নৈশভোজের শেষে সাংবাদিকরা ওই প্রশ্ন করেন। 

আগে  ভিভিপ্যাট পরীক্ষার দাবি  খারিজ করল নির্বাচন কমিশন   

মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টি (এলজিপি) প্রধান বলেন, বিরোধী দলগুলি অনিবার্য পরাজয়ের অজুহাত খুঁজতেই ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তিনি বলেন, ‘‘যখন ওরা দেখল পরাজয় অনিবার্য, তখনই ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করল। কিন্তু যখন তিনটি রাজ্যে ওরা জয়লাভ করল, তখন ইভিএম নিয়ে কিছুই বলেনি। পঞ্জাবে জয়লাভের পরে কেন ওরা কোনও সন্দেহ প্রকাশ করল না?''

কারচুপির আশঙ্কায় সারারাত স্ট্রং রুম পাহারা দিলেন বিরোধী শিবিরের নেতা-কর্মীরা

এলজিপি মুখ্য বলেন, ‘‘এগজিট পোল যা বলেছে আমরা তার থেকেও বেশি ভোট পাব। মালা ও মিষ্টি তৈরি রয়েছে।'' এর আগে এদিন রাষ্ট্রীয় লোক সমতা পার্টি (আরএলএসপি) নেতা উপেন্দ্র কুশওয়াহা তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেন লোকসভা নির্বাচনের ফলাফলে বিকৃত করলে চাইলে ‘রক্তারক্তি' হবে।
পাটনার এক সাংবাদিক সম্মেলনে কুশওয়াহা বলেন, ‘‘কেউ যদি ফলাফলকে বিকৃত করতে চায় তাহলে রক্তারক্তি হবে।'' ২২টি বিরোধী দলের নেতারা ইভিএম বিকৃতি ও ভিভিপ্যাট সংক্রান্ত বিষয়ে নিজেদের অভিযোগ নথিবদ্ধ করতে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন।

.