This Article is From Apr 23, 2019

Lok Sabha Elections 2019 Phase 3 Live Updates: তৃতীয় দফার ভোটে রাজ্যে অশান্তি, মৃত ১

Lok Sabha Election 2019 Phase 3: রাজ্যের মোট ৮২৫৮’টি বুথের ৯২ শতাংশ বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে মোট ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Lok Sabha Elections 2019 Phase 3 Live Updates: তৃতীয় দফার ভোটে রাজ্যে অশান্তি, মৃত ১

Lok Sabha Election 2019 Phase 3: তৃতীয় দফার ভোট আজ

নিউ দিল্লি:

দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019) রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত গোলমালের (Violence) অভিযোগ উঠেছিল। তৃতীয় দফার (Third Phase) শুরু কয়েক  ঘণ্টায় তেমন কোনও বড় গোলমাল না  হলেও কয়েকটি  অশান্তির খবর পাওয়া গিয়েছে।আজ  রাজ্যের তিন জেলার ৫টি (5 LS Seats) আসনে ভোট হচ্ছে। এর মধ্যে মালদা এবং মুর্শিদাবাদের দুটি করে আসনে ভোট হচ্ছে বলে  স্থানীয় সংবাদ সূত্রে খবর। দুটি জেলার কয়েকটি জায়গায় বোমাবাজি হয়েছে বলে অভিযোগ।মুর্শিদাবাদের ডোমকলে ব্যাপক বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। মালদার কয়েকটি জায়গায় তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন কংগ্রেস। গতকাল রাতে  ডোমকলে  তৃণমূল কাউন্সিলরের স্বামী সহ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া সকালেও বোমা পড়েছে বলে অভিযোগ।   

মঙ্গলবার দেশজুড়ে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। যে যে রাজ্যে এই দফায় ভোট হবে, সেগুলি হল- অসম, বিহার, গোয়া, গুজরাট, কেরালা, ওড়িশা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, কর্নাটক, মহারাষ্ট্র, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। এছাড়া, দুটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ভোট হবে এই দফায়। দাদরা ও নগরহাভেলি এবং দমন ও দিউ। পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে ভোট রয়েছে মঙ্গলবার। সেই আসনগুলি হল- বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। পাঁচটি আসনে লড়াই করবেন মোট ৬১ জন প্রার্থী। এই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ৮০ লক্ষ ২৩ হাজার ৮৫২ জন ভোটার। চারটি আসনেই লড়াই চতুর্মুখী। তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে। মালদহ দক্ষিণে বামফ্রন্ট প্রার্থী দেয়নি, তাই ওই আসনে ত্রিমুখী লড়াই। এই আসনগুলি প্রচারে আসেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতা-নেত্রীরা। জনসভার বক্তৃতায় উঠে এসেছিল এনআরসি থেকে শুরু করে চিটফান্ড কেলেঙ্কারি পর্যন্ত সবকিছুই।

মোট ৮২৫৮'টি বুথের ৯২ শতাংশ বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে মোট ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

বালুরঘাটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। গতবার এই কেন্দ্র থেকে সাংসদ হন তিনি। তাঁর লড়াই বিজেপির সুকান্ত মজুমদারের সঙ্গে। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সাদিক সরকার এবং বাম-সমর্থিত আরএসপি প্রার্থী রণেন বর্মন। মালদহ উত্তরে তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর। তাঁর লড়াই বিজেপির খগেন মূর্মুর সঙ্গে। কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী এবং সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ। মালদহ দক্ষিণে তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। এই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি বামফ্রন্ট। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী প্রাক্তন রাষ্ট্রপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন মাফুজা খাতুন এবং সিপিএম প্রার্থী হলেন জুলফিকর আলি। মুর্শিদাবাদে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন হুমায়ুন কবীর। কংগ্রেস প্রার্থী আবু হেনা এবং সিপিএম প্রার্থী হলেন বদরুজ্জা খান।

তৃতীয় দফার নির্বাচনের সমস্ত লাইভ আপডেটস:

Apr 23, 2019 18:03 (IST)

সন্ত্রাস, বোমা, ইভিএম গণ্ডগোল উপেক্ষা করে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণে রাজ্যের পাঁচ আসনে প্রথম ৬ ঘন্টায় প্রায় ৫২ শতাংশ ভোট পড়েছে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ কেন্দ্রের বিভিন্ন বুথে বিভিন্ন বয়সী ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে এদিন। বেলা ১ টা পর্যন্ত মোট ভোটের হার শতকরা ৫১.৯০। বালুরঘাটে ভোট পড়েছে ৫৬.১৬, মালদা উত্তরে ৪৯.৭৭, মালদা দক্ষিণে ৫০.৪৪, জঙ্গিপুরে ৫২.৮২, এবং মুর্শিদাবাদে ৫০.৩২ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে।

 

Apr 23, 2019 15:26 (IST)

মালদাদক্ষিণএবংবালুরঘাট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করার কেন্দ্রীয় বাহিনীর কোনও অধিকার নেই বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Apr 23, 2019 14:09 (IST)
 সকাল ১১ টা পর্যন্ত রাজ্যে ৩৪.৯ শতাংশ ভোট পড়েছে 
Apr 23, 2019 13:36 (IST)
উঃ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি অমল আচার্য নির্বাচণ কমিশনের লিখিত অভিযোগ দায়ের...
Apr 23, 2019 13:35 (IST)
বালুরঘাটে বিজেপি প্রার্থীকে মারধোর করার অভিযোগ। বিজেপির একজন কর্মীকে বন্দুকের বাট দিয়ে মারধোর
Apr 23, 2019 13:34 (IST)
ইটাহারে একটি বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট প্রচার করে। বুথে ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানায়।
Apr 23, 2019 13:34 (IST)
তৃণমূল-BJP সংঘর্ষে জখম দু'পক্ষের কমপক্ষে পাঁচজন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুশমণ্ডির চাঁদপুর এলাকার 37/128 বুথে দু'পক্ষের সংঘর্ষ বাধে
Apr 23, 2019 13:03 (IST)
প্রথম দুই ঘন্টায় রাজ্যে ভোট পড়ল ১৬.৯৪ শতাংশ
Apr 23, 2019 11:52 (IST)
ইউপি-তে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। নির্বাচনী আধিকারিককে মারার অভিযোগ।
Apr 23, 2019 11:28 (IST)
জম্মু বাসীদের ভোট প্রদানের আবেদন করলেন ওমর আব্দুল্লা। আজ সকাল নয়টা পর্যন্ত কাশ্মীরের অনন্তনাগে ভোট পড়েনি।সাধারণ মানুষের উদ্দেশ্যে টুইট করে তিনি ভোট প্রদানের জন্য আবেদন করেছেন। 
Apr 23, 2019 10:34 (IST)
ইতিমধ্যে মালদা থেকে তিন জন আক্রান্ত হওয়ার খবর আসছে। বিষয়টি কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। 
ভোট চলাকালীন সংঘর্ষের ফলে আহত হয়েছে তিন জন। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ উঠেছে ক্যাম্প অফিস কে লক্ষ করে বোমা মারা হয়।  
Apr 23, 2019 10:01 (IST)
লোকসভা নির্বাচন 2019: সকাল নয়টা পর্যন্ত ভোট প্রদানের হার 
আসাম -12.36 শতাংশ
বিহার-12.60 শতাংশ
গোয়া- 2.29 শতাংশ
জম্মু ও কাশ্মির - 0 শতাংশ
কর্ণাটক- 1.56 শতাংশ
কেরালা- 2.48 শতাংশ
মহারাষ্ট্র- 0.99 শতাংশ
উড়িষ্যা - 1.3২ শতাংশ
ত্রিপুরা - 1.56 শতাংশ
উত্তরপ্রদেশ - 6.84 শতাংশ
পশ্চিমবঙ্গ - 10.97 শতাংশ
ছত্তিশগড় - 2.24 শতাংশ
দাদার ও নগর হাভেলি - 0 শতাংশ
দমন ও দীপু - 5.83 শতাংশ
Apr 23, 2019 09:38 (IST)
তৃতীয় দফায় রাজ্যের 5 টি নির্বাচনকেন্দ্রে ভোট প্রদান চলছে।প্রায় 80,23,846 জন ভোটার 8,528 গুলি বুথে 61 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।  
Apr 23, 2019 09:32 (IST)
এক্ষুণি অসমের বিভিন্ন বুথ থেকে ইভিএম-এর সমস্যার খবর এসেছে।  
Apr 23, 2019 09:28 (IST)
প্রথম দুই দফায়, ১১ ও ১৮ ই এপ্রিল ৯১ এবং ৯৬ টি আসনে ভোট হয়েছে। সারা ভারত জুড়ে সাত দফায় ৫৪৩ টি আসনে ভোট সম্পন্ন হবে। ২৩ শে মে গণনার দিন নির্ধারিত হয়েছে।  
Apr 23, 2019 09:23 (IST)
Apr 23, 2019 09:21 (IST)
মালদার কয়েকটি বুথে ইভিএম ঠিকভাবে কাজ না করায় বিপত্তি দেখা দিয়েছে।
Apr 23, 2019 08:55 (IST)
আমেদাবাদে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী বললেন ''আইইডি থেকে ভোটার আইডি অনেক বেশি ক্ষমতা সম্পন্ন'' 

আজ ভারতের নাগরিক হিসাবে ভোট দিতে পেরে আমি সত্যিই খুবই খুশি।  

কুম্ভস্নান করতে গিয়ে গঙ্গার জলে ডুব দেওয়ার পরে নিজেদের ভেতর থেকে যতটা পবিত্রতা বোধের জন্ম নিয়েছিল, আজও ঠিক ততটাই পবিত্র লাগছে।  

ভারতের ভোটাররা যথেষ্ট বিচক্ষণ, তারা দেখতে পাচ্ছে চারদিকে কি ঘটছে। তারা সত্যিটা জানে।  

দেশের প্রত্যেক জনতাকে আমি ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। 

যারা প্রথম ভোট দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। তারাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের অবশ্যই ভোট দেওয়া উচিত।   
Apr 23, 2019 08:35 (IST)
ভোটের দিনেও অনন্তনাগের ছবিটা প্রায় একই রকম।সেখানকার লোকেদের মধ্যে ভোট দেওয়া উৎসুকতা তেমন দেখা যাচ্ছে না, সূত্র থেকে জানা গেছে বেশির ভাগ মানুষ ঘরের ভেতরেই রয়েছে। 
Apr 23, 2019 08:30 (IST)
গুজরাটের আমেদাবাদ কেন্দ্রে ভোট দিতে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদী

Apr 23, 2019 08:15 (IST)
মুর্শিদাবাদের ভগবানগোলা, জলঙ্গি সহ কয়েকটি জায়গায় বিরোধী এজেন্টের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Apr 23, 2019 08:03 (IST)
 ভোট প্রদানের আগে প্রধানমন্ত্রী দেখা করলেন তাঁর মায়ের সাথে। 

Apr 23, 2019 08:01 (IST)
Phase 3 elections: অনন্তনাগ থেকে প্রাক্তন মুখ্য মন্ত্রী মাহবুব মুফতি ভোটে লড়ছেন।  

Apr 23, 2019 07:57 (IST)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মায়ের বাড়ি গান্ধীনগরে পৌঁছে গেছেন, কিছুক্ষণ বাদেই তিনি যাবেন আহমেদাবাদে ভোট দিতে। অমিত শাহ তাঁর পরিবার সহ ভোট দিতে পৌঁছে গেছেন। 
Apr 23, 2019 07:41 (IST)
মোট ১৩ টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চল জুড়ে ভোট দেবে ১৮.৫৬ কোটি ভোটার। যার জন্য ২.১০ লক্ষ পোলিং বুথের আয়োজন করা হয়েছে।   
Apr 23, 2019 07:38 (IST)
দেশের বিভিন্ন স্থানে উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে। বুথের বাইরে দেখা যাচ্ছে সাধারণ জনতার ভিড়।  

Apr 23, 2019 07:28 (IST)
১৩ টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চল সহ মোট ১১৭ টি আসনে ভোটগ্রহণ হবে আজ। গুজরাট ও কেরলের সব কটি আসনে ভোটগ্রহণ আজ। সেই সাথে কর্ণাটকের বৃহত্তর ক্ষেত্রে এবং ভারতের বহু অঞ্চলে ভোট গ্রহণ আজ।   
Apr 23, 2019 07:25 (IST)
এই প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি দাঁড়িয়েছেন গুজরাটের গান্ধীনগর থেকে। আজ তাঁর ভাগ্য নির্ধারণের দিন।    

 
Apr 23, 2019 07:19 (IST)
Elections 2019: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশ বাসীর উদ্দেশ্যে রেকর্ড সংখ্যক ভোট প্রদানের আবেদন জানিয়েছেন।
Apr 23, 2019 07:17 (IST)
 আজ পশ্চিমবঙ্গের আসানসোলে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  
Apr 23, 2019 07:12 (IST)
গুজরাটের ভাদোদারায় সকাল সাতটা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে গেছে।   
Apr 23, 2019 07:05 (IST)
ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড়ো দুটি দল হল কংগ্রেস ও বিজেপি। আজ সারা দেশ জুড়ে তৃতীয় দফার ভোট। আজ বিভিন্ন দলের বিভিন্ন হেভিওয়েটস প্রার্থীর ভাগ্য নির্ধারণের দিন।  গুজরাটের গান্ধী নগর থেকে লড়ছেন বিজেপির সভাপতি অমিত শাহ।  অন্যদিকে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী লড়ছেন কেরলের ওয়ানড থেকে।  সেই সঙ্গে তিনি আমেঠি থেকেও লড়ছেন।  
.