This Article is From Apr 01, 2019

কংগ্রেস এবং এনসিপির জোটকে কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করলেন মোদী

শরদ পাওয়ার দেশের সবচেয়ে প্রবীণ নেতা। বিবেচনা না  করে তিনি কোনও  কাজ করেন না। একটা সময় প্রধানমন্ত্রী হতে চাইতেন। এখন আর ভোটে লড়ার কথা বলেন না।

কংগ্রেস এবং এনসিপির জোটকে কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করলেন মোদী

ভাইপো কাকার হাত থেকে দলের রাশ টেনে নিচ্ছেন। পাওয়ার পরিবারের জন্য অন্যরা নিরাশ হয়ে যাচ্ছে

হাইলাইটস

  • কংগ্রেস এবং এনসিপির জোটকে কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করলেন মোদী
  • এনসিপিতে ভাইপো কাকার হাত থেকে দলের রাশ টেনে নিচ্ছনঃ মোদী
  • মহারাষ্ট্রে কংগ্রেস এবং এনসিপির যে সরকার চলত তাকে কুম্ভকর্ণ বললেন মোদী
নিউ দিল্লি:

শরদ পাওয়ার দেশের সবচেয়ে প্রবীণ নেতা। বিবেচনা না করে তিনি কোনও কাজ করেন না। একটা সময় প্রধানমন্ত্রী (Prime Minister) হতে চাইতেন। এখন আর ভোটে লড়ার কথা বলেন না। তিনিও জানেন কী হতে চলেছে। মহারাষ্ট্রের সভা থেকে এই ভাষাতেই এনসিপি প্রধানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি বলেন, এনসিপিতে পারিবারিক বিবাদ বাড়ছে। ভাইপো কাকার হাত থেকে দলের রাশ টেনে নিচ্ছেন। পাওয়ার পরিবারের জন্য অন্যরা নিরাশ হয়ে যাচ্ছে।

বিগত দিনে মহারাষ্ট্রে কংগ্রেস এবং এনসিপির যে সরকার (Congress NCP Alliance) চলত তাকে কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করে মোদী বলেন, সেচ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি (Corruption) হয়। দুই সঙ্গী ছ'মাস করে ঘুমিয়ে থাকে। তারপর উঠে মানুষের অর্থ লুঠ করে। মোদী বলেন, নিজেদের দাবি নিয়ে লড়াই করা কৃষকদের উপর গুলি চালিয়েছে পাওয়ার পরিবার। নিজে কৃষক হয়েও কৃষকদের কথা ভাবেননি শরদ পাওয়ার। দশ বছর কেন্দ্রের কৃষিমন্ত্রী থাকার উপরও মহারাষ্ট্রের কৃষকদের কথা তিনি ভাবেননি। তিনি বলেন, পাওয়ার পরিবারকে সুবিধা দিতে এনসিপি নেতাদের অবসর দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন দেশের চৌকিদার মহারাষ্ট্রের কৃষক থেকে শুরু করে বাকি জায়গায় কৃষকদের পাশে আছে।

.