This Article is From Mar 23, 2019

মোদী অনিল আম্বানি, নীরব মোদী, মেহুল চোকসিদের চৌকিদারঃ রাহুল

lok Sabha Election 2019: মালদার সভা থেকে প্রধানমন্ত্রীর পাশাপাশি কর্মসংস্থান থেকে আইন শৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রীকেও তীব্র আক্রমণ করেন রাহুল।

মোদী অনিল আম্বানি, নীরব মোদী, মেহুল চোকসিদের চৌকিদারঃ রাহুল

আজ মালদায় সভা থেকে একযোগে মোদী ও মমতাকে বিঁধলেন রাহুল গান্ধী (ফাইল ছবি)।

হাইলাইটস

  • মোদী অনিল আম্বানি, নীরব মোদী, মেহুল চোকসিদের চৌকিদারঃ রাহুল
  • প্রধানমন্ত্রী সারা দিন মিথ্যা কথা বলেন দাবি কংগ্রেস সভাপতির
  • দেশ ভক্তির কথা বলে অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দেন মোদীঃ রাহুল
কলকাতা:

প্রধানমন্ত্রী সারা দিন মিথ্যা কথা বলেন। প্রথমে বললেন আমি চৌকিদার, প্রধানমন্ত্রী নই। এখন বলছেন দেশের সবাই চৌকিদার। মোদীজি সবার বাড়িতে চৌকিদার থাকে না। আপনি নীরব মোদী অনীল আম্বানি। মেহুল চোকসিদের চৌকিদার। দেশ ভক্তির কথা বলেন আর ভারতের ৩০ হাজার  কোটি টাকা  অনীল আম্বানিদের টাকা পাইয়ে দেন। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) আগে আজ মালদায় এসে সভা কর একথাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি বলেন, একজন মানুষ বাংলা চালান। এটা কেন হবে?  মমতাজি বাংলায়   কর্মসংস্থানের  ব্যবস্থা করেননি। কৃষকদের জন্য  কিছু করেননি। আর অন্যদিকে প্রধানমন্ত্রী আচমকা একদিন রাতে ভাবলেন তাঁর  ৫০০ এবং হাজার টাকার  নোট পছন্দ নয়। তাই বাতিল  করে  দিলেন। একবার আমাদের সরকার আসুক দেখুন কী হয়! সরকারি হাসপাতাল  থেকে  শুরু করে সরকারি  স্কুল হবে। কম খরচে  চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। প্রত্যেক নাগরিকের জন্য  রোজগার  সুনিশ্চিত  করা  হবে। মালদার আম  ভাল হয়। আম থেকে নানা  রকমের জিনিস তৈরির জন্য কারখানা  তৈরি হবে এই এলাকাতেই। রাহুল বলেন, তৃণমুলের সরকার এসেও  কোনও পরিবর্তন হয়নি। আগে  সংগঠনের জন্য  সরকার চলত। এখন একজন ব্যক্তির জন্য  সরকার পরিচালিত হয়। যতক্ষণ না এ রাজ্যে  কংগ্রেসের সরকার তৈরি হবে  ততক্ষণ বাংলার  উন্নতি সম্ভব নয়।

গান্ধীনগরে প্রার্থী বদল! বিজেপির দাবি অমিতের জন্যই সফল হতেন আদবানী

মালদা উত্তর লোকসভা কেন্দ্রের (Malda North) চাঁচলের  সভা থেকে  কংগ্রেস সভাপতি বলেন, দীর্ঘদিন ধরেই মালদার দুটি লোকসভা কেন্দ্রে জিতে আসছেন কংগ্রেস প্রার্থীরা (Congress Candidates )।   এবার একজন  দল  ছেড়েছেন (মৌসম বেনজির দূর )। তিনি ভয়ে পেয়ে দল ছেড়েছেন। কিন্তু আপনারা  কখনও এ কথা  ভুলবেন না।  নির্বাচনের দিন  বুঝিয়ে দেবেন যে আপনারা কোনও কথা ভোলেননি।

 গনি খান চৌধুরির  পরিবারের এই সদস্য পদত্যাগ করা ধাক্কা খেয়েছে কংগ্রেস।  এমতাবস্থায় ওই পরিবারের সদস্য ইশা খান চৌধুরিকে  প্রার্থী করেছে কংগ্রেস। মালদায় এবার চতুর্মুখী লড়াই হচ্ছে।  মালদা উত্তর কেন্দ্রে তৃণমূলের মৌসুমের সঙ্গে  লড়াই হচ্ছে বিজেপির খগেন মুর্মু,  কংগ্রেসের ইশা খান চৌধুরি  এবং বাম প্রার্থীর।   বিজেপির হয়ে হয়ে ভোটে লড়া  খগেন মুর্মু  দীর্ঘদিন সিপিএমের বিধায়ক ছিলেন।  মাত্র কয়েক দিন আগে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী মনে করেন চতুর্মুখী লড়াই হলে ভোট যেভাবে ভাগ হবে তাতে মুসলমান সম্প্রদায়ের মানুষের প্রভাব বেশি এমন কেন্দ্রে সুবিধা পাবে  তৃণমূল।  তবে মালদা  উত্তর কেন্দ্রে মুসলিম ভোটার এর পাশাপাশি হিন্দু ভোটার রয়েছে যথেষ্ট পরিমাণে।  বিজেপি সভাপতি অমিত শাহও  মালদা সভা করেই  এ রাজ্যের  নির্বাচনী প্রচার শুরু করেন।  রাহুলের সভা হবে  চাঁচলে।  সেখান থেকে কংগ্রেস কর্মীদের দলের  থাকার বার্তা  দিলেন রাহুল।

.