This Article is From Apr 24, 2019

ক্ষমতায় থাকতে ডিগবাজি খাওয়ার নজির গড়েছেন মমতা, রাজ্যে এসে দাবি মোদীর

Lok Sabha Election 2019:তিনি বলেন, একটা সময় বেআইনি অনুপ্রবেশ রুখতে মমতা সংসদে দরবার করতেন। আর এখন ভোট ব্যাঙ্কের স্বার্থে অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন।

ক্ষমতায় থাকতে ডিগবাজি খাওয়ার নজির গড়েছেন মমতা, রাজ্যে এসে দাবি মোদীর

বাংলায় দিদির সূর্যাস্তের সময় হয়ে এসেছেঃ মোদী

হাইলাইটস

  • ক্ষমতায় থাকতে ডিগবাজি খাওয়ার নজির গড়েছেন মমতা, রাজ্যে এসে দাবি মোদীর
  • ২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে বুধবার ফের রাজ্যে আসেন তিনি
  • একযোগে বীরভূম এবং নদীয়ায় জনসভা করেন
কলকাতা:

ক্ষমতা থাকায় জন্য কীভাবে ডিগবাজি খেতে হয় তার উদাহরণ সৃষ্টি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo ) । তাঁর চেয়ে বড় উদাহারণ দেশের রাজনীতিতে নেই। রাজ্যে এসে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) । তিনি বলেন, একটা সময় বেআইনি অনুপ্রবেশ রুখতে মমতা সংসদে দরবার করতেন। আর এখন ভোট ব্যাঙ্কের স্বার্থে অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন। ২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে বুধবার ফের রাজ্যে  আসেন তিনি। একযোগে  বীরভূম এবং নদীয়ায় জনসভা করেন । তিনি বলেন, স্পিড ব্রেকার দিদি বাংলার ভবিষৎ নষ্ট করেছেন। দেশের অন্য রাজ্যে যে উন্নয়ন হচ্ছে বাংলায় রাজ্য সরকার সাহায্য না করায় তা  হচ্ছে না। কিন্তু দিদির কাছে  গুণ্ডাতন্ত্র আছে আর আমাদের কাছে আছে লোকতন্ত্র। বাংলায় দিদির সূর্যাস্তের সময় হয়ে এসেছে। বাংলা  থেকে দিদি সরে গেলে আরও বেশি করে উন্নয়নের কাজ হবে।

আরও একবার তাঁকে বলতে শোনা যায় পিসি – ভাইপোর সরকার  বাংলার ক্ষতি করে  দিচ্ছে। কেন্দ্রীয় সরকার  গরিবদের জন্য যে রেশন পাঠাচ্ছে তা লুঠ হয়ে যাচ্ছে। স্পিডব্রেকার দিদি স্টিকার দিদিও হয়ে গিয়েছেন। কেন্দ্রীয় প্রকল্পের উপর নিজেদের  স্টিকার সেঁটে দিচ্ছেন তিনি।

জনসভা থেকে এয়ারস্ট্রাইক নিয়ে মন্তব্য,মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: সূত্র

অনুপ্রবেশকারীদের বোমা বানাবার সুযোগ দেওয়া হয়েছে। বাংলার এখন দুর্গাপুজো সরস্বতী পুজো ভয়ে ভয়ে হয় । দিদি বলেছেন চা ওয়ালা পাঁচ বছরে শুধু বিদেশে ঘুরেছেন? আজ বিশ্বে ভারতের প্রভাব পড়ে কারণ ওই বিদেশ যাত্রা। পাঁচ বছর আগে বিশ্বের সমর্থন পেতে আমাদের কষ্ট হত। এখন আর তা  হয় না । এ ব্যাপারে কথা বলতে গিয়ে  জুড়িথ ডিসুজার কথা বলেন মোদী। আফগানিস্তানে  তাঁকে অপহরণ করা হয়।  কিন্তু সরকার নানা  রকম আলোচনা চালিয়ে জুড়িথকে ফিরিয়ে আনতে পেরেছে। তিনি বলেন, বালার অত্যাচারী সরকারের কাউন্টডাউন  শুরু হয়েছে।

বাংলায় আসার আগেই মমতা সম্পর্কে মোদীর একটি বক্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়ায়। মোদী অক্ষয় কুমারকে একটি আলাপচারিতা বলেন, শুনতে অবাক লাগতে পারে এবং ভোটের সময় আমার হয়ত বলা  উচিত  নয় কিন্তু মমতা দিদি এখনও আমাকে উপহার পাঠান। এখনও তাঁর থেকে  বছরে একটা বা দুটো  পাঞ্জাবি পেয়ে থাকি।  এই সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়।

.