This Article is From Apr 29, 2019

Live update: রাজ্যে দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৬ শতাংশ

Lok Sabha election 2019 phase 4: সকাল 9 টা পর্যন্ত পশ্চিমবঙ্গের গড়ে (voting percentage today) 16 . 9 শতাংশ ভোট পড়ল

Live update: রাজ্যে দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৬ শতাংশ

Lok Sabha election 2019 phase 4: আজ দেশ জুড়ে চতুর্থ দফার ভোট

চতুর্থ দফাতেও (phase 4 voting) গোলমাল এড়ানো গেল না।  রাজ্যের ৮ টি  কেন্দ্রে আজ ভোট হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে গোলমালের (Violence In Bengal) খবর এসে পৌঁছেছে।  আসানসোলের (Asansol) জেমুয়ায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেধেছে। স্থানীয়দের দাবি কেন্দ্রীয় বাহিনী (central Force ) ছাড়া ভোট দেওয়া সম্ভব নয় ।আর সেই রাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন লাঠিচার্জ করে পুলিশ। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। অন্যদিকে আসানসোলের বারাবনি একটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo)। তৃণমূল সমর্থকরা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখায় থাকে। তাদের দাবি বাবুল  ( Babul Supriyo)  নিজের সঙ্গে কিছু গুন্ডা কে নিয়ে এসেছেন অন্যদিকে বাবুলের দাবি তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট করছেন খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। তাঁর দাবি মমতা  বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bannerjee) হারের ভয় পেয়েছেন বলেই  এ ধরনের ঘটনা  ঘটছে ।

লোকসভা নির্বাচনের (Lok Sabha election) চতুর্থ দফার ভোট আজ। যে সাতটি দফার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, তার মধ্যে আগের তিন দফা ইতিমধ্যেই সমাপ্ত। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব এখন মধ্যগগনে। মাথায় বৈশাখ মাসের তীব্র রোদ এর আগের দফাগুলিতেও নিজের নিজের ভোট দিয়েছেন কোটি কোটি মানুষ। আজও সেই ছবিটা পাল্টাবে না তেমন বলেই মনে করছে রাজনৈতিকমহল। মোট আটটি রাজ্যের নির্দিষ্ট কেন্দ্রগুলিতে ভোট হবে আজ। এই রাজ্যগুলি হল- বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খন্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মোট ৮'টি কেন্দ্রে ভোট হবে আজ। এর মধ্যে রয়েছে, বহরমপুর(Baharampur), কৃষ্ণনগর (Krishnagar), রানাঘাট(Ranaghat), বর্ধমান পূর্ব(Burdwan East), বর্ধমান-দুর্গাপুর(Burdwan-Durgapur), আসানসোল(Asansol), বোলপুর(Bolpur) এবং বীরভূম(Birbhum) লোকসভা আসন।

৮ কেন্দ্রেই প্রার্থী দিয়েছে রাজ্যের প্রধান চার দল-  তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম এবং কংগ্রেস। অর্থাৎ,  ৮টি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই ৮'টি কেন্দ্রের মোট ৬৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ  করবেন মোট ১,৩৪,৫৬, ৪৯১ জন ভোটার। ভোটগ্রহণকে অবাধ এবং শান্তিপূর্ণ করে তুলতে মোট ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ৮ কেন্দ্রে রয়েছেন মোট ১৫,২৭৭ জন ভোটকর্মী। সাধারণ নির্বাচনী পর্যবেক্ষক ছাড়াও থাকবেন পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই প্রথমবার ইভিএমের সঙ্গে প্রথমবার ব্যবহার করা হবে ভিভিপ্যাট মেশিন।

লাইভ আপডেটস: 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Apr 29, 2019 14:02 (IST)
রাজ্যে দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৬ শতাংশ।  গতবার অর্থাৎ ২০১৪ সালে তা ৮৩.৪ শতাংশ ছিল।  
Apr 29, 2019 13:49 (IST)
ভোট পর্ব (Phase 4 Of General Elections 2019) শুরু হতেই আসানসোলের কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এসেছে। কিন্তু এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুনমুন সেন (Moon Moon Sen) কিছুই জানতে পারেননি! 'বেড টি' দেরিতে আসায় তাঁর ঘুম ভাঙতে দেরি হয় আর তাই কোথায় গোলমাল হয়েছে তা তিনি জানতেই পারেননি। এনডিটিভিকে মুনমুন জানালেন, 'আজ বেড টি দিতে অনেক দেরি করেছিল। তাই আমার ঘুমও দেরিতে ভেঙেছে। আর কী বলব! আমি সত্যিই জানিনা কী হয়েছে।' আসানসোলের বারাবনির একটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল সমর্থক রা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখায় থাকে তাদের দাবি বাবুল নিজের সঙ্গে কিছু গুন্ডা কে নিয়ে এসেছেন অন্যদিকে বাবুলের দাবি তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট করছেন খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। বাবুল দাবি করেন হার নিশ্চিত জেনেই এ সব করছে  তৃণমূল।
Apr 29, 2019 13:48 (IST)
Apr 29, 2019 12:35 (IST)
চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে রাজ্যের ৮ আসনে। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর এসেছে। তারমধ্যেই বেলা ১১টা পর্যন্ত রাজ্যের ৮ লোকসভা আসনে ৩৪.৭১ শতাংশ ভোট পড়েছে বলে জানাল নির্বাচন কমিশন। ৮টি আসনের মধ্যে রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্র। মোট ১,৩৪,৫৬, ৪৯১ জন ভোটার ৬৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করছেন। আসানসোলের বর্তমান সাংসদ তথা বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে উত্তেজনা ছাড়িয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর।


বাবুল সুপ্রিয় বলেন, "আমি এখানে ভোট দেখতে এসেছিলাম।কিন্তু দেখলাম, ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। আমাদের লড়াই গণতান্ত্রিক রক্ষার জন্য।একটা গণতান্ত্রিক দেশে এটা বলতে হচ্ছে, লজ্জার কথা"।

সংবাদ সংস্থা পিটিআইকে নির্বাতন কমিশনের এক আধিকারিক বলেন, " কিছু বুথে গোলমালের খবর পাওয়া গেছে।সেখান তরিঘরি ব্যবস্থা নেওয়া হয়েছে।আসানসোলের পরিস্থিতির দিকে নজর রাখছেন আমাদের আধিকারিক ও বাহিনীর জওয়ানরা"।
Apr 29, 2019 11:27 (IST)
এরই মধ্যে সকাল 11 টা 20 মিনিট নাগাদ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গতকাল থেকেই তাঁকে নজর বন্দি করে রেখেছে কমিশন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন অনুব্রত।
Apr 29, 2019 11:12 (IST)
ভোট দিতে না দেওয়ার অভিযোগ তুলে নানুরে তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলা করলেন বিজেপি সমর্থকরা
Apr 29, 2019 10:57 (IST)
বাবুল সুপ্রিয়ের গাড়িতে ভাঙচুর 

আসানসোলের বারাবনি একটি বুথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo)। তৃণমূল সমর্থকরা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখায় থাকে। তাদের দাবি বাবুল  ( Babul Supriyo)  নিজের সঙ্গে কিছু গুন্ডা কে নিয়ে এসেছেন অন্যদিকে বাবুলের দাবি তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট করছেন খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। তাঁর দাবি মমতা  বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bannerjee) হারের ভয় পেয়েছেন বলেই  এ ধরনের ঘটনা  ঘটছে।
Apr 29, 2019 10:55 (IST)
রাজ্যে ভোটের দিন এমন অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য বিজেপির মুখতার আব্বাস নাকভি, বিজয় গোয়েল এবং অনিল বালুনি আজি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।  
Apr 29, 2019 10:47 (IST)
আসানসোলে বিক্ষিপ্ত অশান্তি: সংক্ষেপে জেনে নিন 

বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ দেখা যায়। পরিস্থিতি সামলানোর জন্য পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। আসানসোলে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকার জন্য সকল থেকেই সেখানকার সাধারণ জনগণ ভোট দিতে অস্বীকার করে।  সেই পরিস্থিতিই ধীরে ধীরে বিক্ষুপ্ত অশান্তিতে প্রিন্ট হয়।  
Apr 29, 2019 10:09 (IST)
তেহট্ট বিধানসভার আনন্দ নগর প্রাথমিক বিদ্যালয়ে 124 নম্বর বুথে তৃণমূলের এজেন্ট কে মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এজেন্টের নাম সাগর শেখ।
Apr 29, 2019 09:54 (IST)
সকাল 9 টা পর্যন্ত পশ্চিমবঙ্গের গড়ে 16 . 9 শতাংশ ভোট পড়ল
Apr 29, 2019 09:53 (IST)
নিরাপত্তা বাহিনীর অভাব থাকার জন্য সকাল থেকেই আসানসোলের সাধারণ জনগণ ভোট দিতে অস্বীকার করে। বেলা বৃদ্ধির সাথে সাথে অশান্তির মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
Apr 29, 2019 09:49 (IST)
Watch: মমতা ব্যানার্জির দলের কর্মীরা আসানসোলে নিরাপত্তা বাহিনীর সাথে ধস্তাধস্তি করার অভিযোগ।
Apr 29, 2019 09:32 (IST)
কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা বাবুল সুপ্রিয়: আমি নিজেও প্রতিটা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে দেখতে চাই। পশ্চিমবঙ্গের লোকেরা কেন্দ্রীয় বাহিনী চাইছে, তারা এতটা সজাগ হয়েছে দেখে খুবই ভালো লাগছে। এটা নিশ্চয়ই দিদির কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।  

Apr 29, 2019 09:25 (IST)
পাল্টা বাবুলের বিরুদ্ধে গুন্ডা নিয়ে আসার অভিযোগ তৃণমূলের
Apr 29, 2019 09:24 (IST)
আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়ি আটকানোর অভিযোগ

Apr 29, 2019 08:51 (IST)
চতুর্থ দফার ভোট শুরু হতেই অশান্ত হল দুর্গাপুরের জেমুয়া। আরও বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হল তাদের। স্থানীয়দের দাবি গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় গোলমাল হয়েছিল। তাই কেন্দ্রীয় বাহিনী না থাকলে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্ভব নয়। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে।
Apr 29, 2019 08:38 (IST)
Apr 29, 2019 08:25 (IST)

 আসানসোল থেকে ভোটে লড়ছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর বিপরীতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেনকে। সেখান থেকে সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি এবং কংগ্রেসের প্রার্থী বিশ্বরূপ মন্ডল ভোটে দাঁড়িয়েছেন।
Apr 29, 2019 08:24 (IST)
পশ্চিমবঙ্গের আসানসোলের দুটি বুথে ভোটাররা ভোট দিয়তে অস্বীকার করছে, তাদের বক্তব্য অনুসারে সেখানে নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট নয়।  জেমুয়াতে পাঁচটি কেন্দ্রতে মাত্র পাঁচজন জওয়ানকে মোতায়ন করা হয়েছে।  
Apr 29, 2019 08:17 (IST)
 অন্যদিকে মুম্বাইতে ভোট প্রদান কেন্দ্রে দেখা যাচ্ছে সেলিব্রেটিদের ভিড়।  অভিনেত্রী রেখা সকাল বেলাতেই নিজের নাগরিক অধিকার প্রদান করতে চলে এসেছেন। 

Apr 29, 2019 08:04 (IST)
Apr 29, 2019 08:01 (IST)
আসানসোলে বুথের বাইরে ভোটারদের ভিড় চোখে পড়ছে।  এখানে বিজেপি ও তৃণমূলের হেভি ওয়েট প্রার্থীদের ভোট আজ। বিজেপির হয়ে ভোটে লড়ছেন বাবুল সুপ্রিয় এবং তৃণমূলের হয়ে শ্রীমতি মুনমুন সেন।    
Apr 29, 2019 07:59 (IST)
Apr 29, 2019 07:50 (IST)
দুর্গাপুরের জেমুরিয়া এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি গ্রামবাসীদের।
Apr 29, 2019 07:47 (IST)
 EVM -এ সমস্যা থাকায় রাজ্যের কয়েক স্থানে ভোটগ্রহণ শুরু হবে দেরিতে 
Apr 29, 2019 07:44 (IST)
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ পশ্চিমবঙ্গে 1,34,56,491 জন মানুষ 68 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।  
Apr 29, 2019 07:38 (IST)
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চাপরা ও বিক্রমপুরের কয়েকটি জায়গায় তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ করলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি টুইট করে নিজের বক্তব্য জানিয়েছেন।
Apr 29, 2019 07:36 (IST)
ভোট শুরুর মুখেই সমস্যা বোলপুরের EVM মেশিনে। সংবাদ সংস্থা ANI-এর রিপোর্ট অনুসারে  286/184 এবং 286/185 -তে EVM-এ গোলযোগ দেখা গেছে।  
Apr 29, 2019 07:32 (IST)
General election 2019 phase 4: শিল্পপতি অনিল আম্বানি সকাল বেলাতেই ভোট দিয়ে দিয়েছেন।   

Apr 29, 2019 07:29 (IST)
পশ্চিমবঙ্গে ৪২ টির মধ্যে ৮ টি আসনে ভোট গ্রহণ আজ। আজ বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর ও আসনসোল ভোট গ্রহণ আজ।
Apr 29, 2019 07:17 (IST)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের উদ্দেশ্যে টুইট করে তাদের ভোট প্রদানের আর্জি করেছেন। যারা এবার প্রথম ভোট দিচ্ছেন তাদের উদ্দেশে তিনি ভোট প্রদানের আবেদন করেছেন।
Apr 29, 2019 06:52 (IST)
 ভোট গ্রহণ পর্ব শুরু হবে সকাল সাতটা থেকে।  
Apr 29, 2019 06:51 (IST)
 Lok Sabha phase 4 polling: ২০১৪ সালে এই ৭২ টি আসনের মধ্যে ৪৫ টি গেছিল বিজেপির ঝুলিতে। কংগ্রেস লাভ করেছিল দুটি আসন। ওড়িশা থেকে বিজেডি লাভ করেছিল ছয়টি আসন, উত্তর প্রদেশ থেকে সমাজবাদী পার্টি ও পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস লাভ করেছিল বাকি আসন গুলি।   
Apr 29, 2019 06:47 (IST)
আজ দেশ জুড়ে চতুর্থ দফার ভোট।  নয়টি রাজ্যের বাহাত্তরটি আসনে ভোট গ্রহণ হবে আজকে। বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীর মিলিয়ে প্রায় ১২ কোটির বেশি মানুষ ভোট দেবেন আজ।  ৯৭২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ তাদের হাতে।  
.