This Article is From Apr 17, 2019

"বাবা মুসলমান বলেই নিষেধাজ্ঞা জারি", নির্বাচন কমিশনকে তোপ আজম খান-পুত্রের

Lok Sabha Election 2019: সমাজবাদী পার্টিতে থাকার সময় জয়াপ্রদা(Jaya Prada) রামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন

Lak sabha Election: জয়াপ্রদার বিরুদ্ধে 'অশ্লীল' মন্তব্য করে দেশজুড়ে প্রবল রোষের শিকার হন আজম খান।

নিউ দিল্লি:

উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়াপ্রদার বিরুদ্ধে অত্যন্ত ‘অবমাননাকর এবং নারী বিদ্বেষী' মন্তব্য করেছেন, এই অভিযোগে সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে ৭২ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়লেন আজম খানের পুত্র আবদুল্লা। তাঁর দাবি, তাঁর বাবা মুসলমান বলেই তাঁর বিরুদ্ধে এত কঠিন পদক্ষেপ গ্রহণ করা হল। আবদুল্লার বক্তব্য, আজম খানের বক্তৃতার কোনও অংশে কারও নাম করা হয়নি, কোনও লিঙ্গপরিচয়ের উল্লেখ করা হয়নি। তা সত্ত্বেও, ভোটের প্রচার নিয়ে জারি করা হল তাঁর ওপরে নিষেধাজ্ঞা। সংবাদসংস্থা পিটিআই'কে একটি সাংবাদিক সম্মেলন মারফৎ আবদুল্লা বলেন, “অথচ, বাবুন, টুইটারে জয়াপ্রদা যখন লিখেছিলেন যে, তিনি রামপুরে আসছেন এক ‘রাক্ষস'-কে ধ্বংস করতে, তখন কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না”!

“আমার বাবা মুসলমান বলেই, তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করা হল”, বলেন তিনি।

প্রসঙ্গত, সমাজবাদী পার্টিতে থাকার সময় জয়াপ্রদা(Jaya Prada) রামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। সেই সময় তাঁর প্রচারে সবসময় যে মানুষটি থাকতেন, তাঁর নাম আজম খান। কিন্তু, তারপরই বিভিন্ন ঘটনাপ্রবাহের কারণে ওই সম্পর্কে চিড় ধরে। পরে তা বড় আকার নেয়। এতদিনেও সেই তিক্ততা বিন্দুমাত্র কমেনি। বরং আরও বেড়ে গিয়ে ভোটের সময় অন্য মাত্রা নিয়েছে। এর আগেও একদিন জনসভা করতে গিয়ে মঞ্চ থেকেই জয়াপ্রদা কেঁদে ফেলেন, আজম খান তাঁকে কীরকম 'অপমান' করেছেন, তা জানাতে গিয়ে।

অন্যদিকে, রবিবার রামপুরে অখিলেশ যাদবকে পাশে নিয়ে একটি জনসভা থেকে আজম খান বলেন, "১০ বছর ধরে ওই মহিলা রামপুরের মানুষদের রক্ত চুষেছেন। আমিই ওই মানুষটাকে প্রথম রামপুরে নিয়ে আসি। চিনিয়েছিলাম এই অঞ্চলের মানুষ ও রাস্তাঘাট। তাঁর গায়ে যাতে কেউ স্পর্শ পর্যন্ত করতে না পারে, তার দিকেও নজর থাকত আমার। একটিও নোংরা শব্দ ব্যবহার করিনি। ১০ বছর ধরে রামপুরের 'মুখ' হয়ে বসেছিলেন ওই মহিলা। তাঁকে ওই জায়গাটি দিয়েছেন আপনারাই, রামপুরের মানুষরা। কিন্তু, ১৭ বছর কেটে যাওয়ার পর এখন আপনারা বুঝতে পারছেন তাঁর আসল রূপ! আমি কিন্তু ১৭ দিনেই বুঝে গিয়েছিলাম"।

.