This Article is From Jan 26, 2019

ভারতের সত্তরতম প্রজাতন্ত্র দিবস, দেখুন রাজপথের দৃশ্য

ভারতের সত্তরতম প্রজাতন্ত্র দিবস, দেখুন রাজপথে দৃশ্য

ভারতের সত্তরতম প্রজাতন্ত্র দিবস, দেখুন রাজপথের দৃশ্য
নিউ দিল্লি:

শুভ প্রজাতন্ত্র দিবস। দেশের ৭০তম গণতন্ত্র দিবস শনিবার। গত ৭০ বছরের প্রথা নেবে সমস্ত জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে  গণতন্ত্র দিবস। দেশের রাষ্ট্রপতির আগমনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ২০০ জনের বিশেষ বাহিনী বিশেষ পোশাকে সজ্জিত হয়ে রাষ্ট্রপতিকে মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছে দেয়। জাতীয় সঙ্গীতের পর হয় প্যারেড। এবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান  ৭০ বছর পূর্ণ করছে। তাই বেশ কয়েকটি  বিশেষ অনুষ্ঠান হচ্ছে এবার। এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা।

আগত দর্শকদের মন ছুঁতে থাকছে দেশের বিভন্ন প্রদেশের নৃত্যানুষ্ঠান। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের চিরাচরিত নৃত্য পরিবেশিত হবে। এছাড়া এবার পাঞ্জাবের ট্যাবলোর থিম জালিয়নওয়ালাবাগের ঘটনা। ঠিক একশো বছর ওই গণহত্যার ঘটনাটি ঘটেছিল। এর  আগে  দু'বার পাঞ্জাবের  ট্যাবলো প্যারেড দেখা গিয়েছিল। এদিকে এবারের প্রজাতন্ত্র দিবসের অন্যতম প্রধান দিক নারী শক্তি।

Jan 26, 2019 11:42 (IST)
ধীরে ধীরে রাজপথ ছাড়ছেন রাষ্টড়পতি থেকে শুরু করে বাকি ভিভিআইপি-রা 
Jan 26, 2019 11:38 (IST)
অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত হল রাজপথে। এরপর অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে আসেন রাষ্ট্রপতি থেকে  শুরু করে বাকিরা।
Jan 26, 2019 11:38 (IST)
অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত হল রাজপথে। এরপর অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে আসেন রাষ্ট্রপতি থেকে  শুরু করে বাকিরা।
Jan 26, 2019 11:34 (IST)
ভারতের বায়ু সেনার জওয়ানরা তুলে ধরলেন অবিস্মরণীয় কিছু মুহূর্ত

Jan 26, 2019 11:34 (IST)
 সুখোই থেকে শুরু করে ,মিগ বিমান উড়ে গেল রাজপথের উপর দিয়ে    
Jan 26, 2019 11:26 (IST)
এবার  বায়ুসেনার শক্তি প্রদর্শিত হচ্ছে। রাজপথের উপর দিয়ে উড়ে যাচ্ছে
Jan 26, 2019 11:19 (IST)
রাজপথে শুরু হল মোটর সাইকেলের কসরতে অংশ নিয়েছেন মহিলারাও
Jan 26, 2019 11:16 (IST)
রাজপথে শুরু হল মোটর সাইকেলের কসরত

Jan 26, 2019 11:13 (IST)
Jan 26, 2019 11:12 (IST)
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এসে পৌঁছেছে দিল্লির রাজপথে
Jan 26, 2019 11:01 (IST)
কর্ণাটকের ট্যাবলোতে বেলাগাভিতে আয়োজিত  কংগ্রেসের ৩৯ তম অধিবেশনকে স্থান দেওয়া হয়েছে

Jan 26, 2019 10:58 (IST)
পশ্চিমবঙ্গে র ট্যাবলোতে গান্ধীর কলকাতায় থাকার সময়কালকেই তুলে  ধরা হয়েছে। একই সঙ্গে  রবীন্দ্রনাথ ঠাকুরের  সঙ্গে তাঁর সম্পর্কের কথাও বলা হয়েছে
Jan 26, 2019 10:54 (IST)
দিল্লির বিড়লা হাউজে মহত্মা গান্ধীর বসবাসের সময় কালকেই দিল্লির ট্যাবলোয় তুলে ধরা হয়েছে

Jan 26, 2019 10:49 (IST)
গুজরাটের ট্যাবলোতে  তুলে  ধরা  হয়েছে গান্ধীজির ঐতিহাসিক ডান্ডি অভিযানের কথা।

Jan 26, 2019 10:47 (IST)
পাঞ্জাবের ট্যাবলোর থিম জালিয়নওয়ালাবাগের ঘটনা। ঠিক একশো বছর আগে ওই গণহত্যার ঘটনাটি ঘটেছিল। এর  আগে  দু'বার পাঞ্জাবের  ট্যাবলো প্যারেড দেখা গিয়েছিল।

Jan 26, 2019 10:45 (IST)
অসমের পর উত্তরপূর্ব ভারতের আরেক রাজ্য ত্রিপুরা নিজেদের ট্যাবলোয়   তুলে ধরল গান্ধির দেখানো গ্রামীণ অর্থনীতির বিকাশের কথা
Jan 26, 2019 10:43 (IST)
মহাত্মাকে সামনে রেখে  ধর্মনিরপেক্ষতার বার্তা দিল অসমের ট্যাবলো
Jan 26, 2019 10:42 (IST)
আন্দামানের ট্যাবলোতে তুলে  ধরা  হয়েছে সেলুলার জেলের কথা । বন্দিদের প্রতি মহাত্মার পরামর্শকেই তুলে ধরা হয়েছে
Jan 26, 2019 10:41 (IST)
সিকিমের পর মহারাষ্ট্রের ট্যাবলো প্যারেডে। এখানে মহত্মা গান্ধির দুটি  উক্তিকে স্থান দেওয়া হয়েছে
Jan 26, 2019 10:37 (IST)
এবাররে প্রজাতন্ত্র দিবসের মূল  ভাবনা মহত্মা গান্ধি। তাঁর জন্মের  সার্ধ শতবর্ষ  পালিত হচ্ছে নানা ভাবে
Jan 26, 2019 10:34 (IST)
প্যারেডে অংশ নিল দিল্লি পুলিশ। প্রতিটি কুচকাওয়াজেই তাঁর অংশ নিয়েছে তারা।
Jan 26, 2019 10:31 (IST)
সেনার প্রাক্তনীদের জন্য একটি ট্যাবলোকে  উৎসর্গ করা হয়েছে
Jan 26, 2019 10:29 (IST)
নেতাজির আইএনএ -র চার সেনা জওয়ান অংশ নিলেন প্যারেডে। প্রত্যেকের বয়স ৯০ বা তার  বেশি
Jan 26, 2019 10:27 (IST)
কুচকাওয়াজে অংশ  নিলেন  বায়ুসেনার ব্যান্ড
Jan 26, 2019 10:26 (IST)
Jan 26, 2019 10:25 (IST)
লেফটেন্যান্ট কমান্ডার অম্বিকা সুধাকরনের নেতৃত্বে নৌ বাহিনীর কুচকাওয়াজ হচ্ছে
Jan 26, 2019 10:22 (IST)
কুচকাওয়াজে অংশ নিলেন টেরিটোরিয়াল আর্মি অফ পাঞ্জাব

Jan 26, 2019 10:19 (IST)
কুচকাওয়াজে অংশ নিল শিখ রেজিমেন্ট
Jan 26, 2019 10:15 (IST)
মার্কিন হাউইটজার  এম ৭৭৭-র প্রদর্শন হচ্ছে

Jan 26, 2019 10:14 (IST)
রাজপথে ভারতীয় সেনার  শক্তির প্রদর্শন হচ্ছে।
Jan 26, 2019 10:10 (IST)
লান্স নায়েক নাজির ওয়ানিকে অশোক চক্র দেওয়া  হল। কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর হয়ে পুরস্কার নিলেন তাঁর স্ত্রী। সঙ্গে  ছিলেন তাঁর মা-ও
Jan 26, 2019 10:01 (IST)
প্রাক্তনকে  শুভেচ্ছা  জানালেন বর্তমান। রাজপথে  সৌজন্য বিনিময়  করলেন মোদী- মনমোহন

Jan 26, 2019 10:00 (IST)
রাজপথে দক্ষিণ আফিকার রাষ্ট্রপতিকে নিয়ে এলেন ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Jan 26, 2019 09:58 (IST)
একসঙ্গে রাজপথে এলেন ভারতের প্রথম মহিলা সোবিতা কোবিন্দ এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির স্ত্রী । দু;জনকেই স্বাগত জানালেন মোদী
Jan 26, 2019 09:56 (IST)
রাজপথে এসে পৌঁছলেন দেশের উপরাষ্ট্রপতি  বেঙ্কাইয়া নায়ডু। তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
Jan 26, 2019 09:43 (IST)
অমর জওয়ান জ্যোতিতে  শুভেচ্ছা জানালেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Jan 26, 2019 09:42 (IST)
নাগরিকদের  শুভেচ্ছা জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর


Jan 26, 2019 09:29 (IST)
বাহিনীর সমস্ত স্তরের জওয়ান এবং আধিকারিকদের ধন্যবাদ দিলেন সেনা প্রধান মেজর জেনারেল বিপিন রাওয়াত। পাশাপাশি   জানালেন প্রজাতন্ত্র  দিবসের শুভেচ্ছাও।


Jan 26, 2019 09:02 (IST)
নতুন ইতিহাসের সূচনা।  রাজপথে আজ দেখা যাবে অসম রাইফেলের নারী শক্তির জয়। 

Jan 26, 2019 08:56 (IST)
 পুরীর সমুদ্র সৈকতে গতকাল রাতেই ভারতের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন সুদর্শন পটনায়ক। সমুদ্র সৈকতে বালি দিয়ে তিনি লিখে দিয়েছেন "I Love my India''

Jan 26, 2019 08:48 (IST)
ওড়িশার রাজ্যপাল গনেসি লাল প্রজাতন্ত্র দিবসের উৎসব পালনের জন্য ভুবনেশ্বরে পৌঁছেছেন। (ANI)

Jan 26, 2019 08:46 (IST)
Jan 26, 2019 08:45 (IST)
দলীয় কার্যালয়ে তিরঙ্গা পতাকা উত্তলন করলেন বিজেপির সভাপতি অমিত শাহ।  

Jan 26, 2019 08:38 (IST)
Jan 26, 2019 08:36 (IST)
 প্রজাতন্ত্র দিবসের উদ্দেশ্যে দিল্লিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

Jan 26, 2019 08:35 (IST)
অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল  ESL নরসিমহা  বিজওয়াডা তে তিরঙ্গা পতাকা উত্তলন করলেন।  (এএনআই)

Jan 26, 2019 08:29 (IST)
গতকাল রাতেই ছত্রপতি শিবাজী টার্মিনার্স সেজে উঠেছিল তিরঙ্গার সাজে।    

Jan 26, 2019 08:27 (IST)
শীতের সকালে প্যারেড দেখার উদ্দেশ্যে রাজপথে জমায়েত হয়েছে বহু মানুষ।

Jan 26, 2019 08:23 (IST)
চিকিৎসার জন্য অর্থ মন্ত্রী অরুণ জেটলি বিদেশে থাকলেও সেখান থেকেই তিনি জাতির উদ্দেশ্যে গণতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন।
Jan 26, 2019 08:11 (IST)
এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে একদিকে যেমন থাকছেন নেতাজির আইএনএ - র চার সৈনিক তেমনি থাকছে নারী শক্তির প্রদর্শন।
Jan 26, 2019 08:08 (IST)
 সম্মানের কথা জানতে পেরে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বলেন আমি এই সম্মান গ্রহণ করছি। আর আবারও  বলছি এ দেশের মানুষকে আমি যা দিয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। 
Jan 26, 2019 08:06 (IST)
প্রজাতন্ত্র দিসবের আগে তিন জনকে  ভারতরত্ন  দেওয়ার কথা জানানো হয় । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকা দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন। এই তিন জনকে অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Jan 26, 2019 08:02 (IST)
এবার গান্ধিজির জন্মের সার্ধ শতবর্ষ পূরণ হচ্ছে। তাঁর সঙ্গে  দক্ষিণ আফ্রিকার বিশেষ সম্পর্ক ছিল। সেটা মনে  রেখেই এবারের অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

Jan 26, 2019 08:01 (IST)
অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার দিল্লিতে ধরা পড়েছে  দুই সন্দেহভাজন জঙ্গি। পুলিশের দাবি তারা নাশকতার ছক করেছিল।
Jan 26, 2019 07:59 (IST)
70 তম প্রজাতন্ত্র দিবসের সকালে  দেশের নাগরিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
.