This Article is From Apr 10, 2020

মা‌লদায় অ্যাম্বুল্যান্সে করে মদের হোম ডেলিভারি! ধৃত ২

অ্যাম্বুল্যান্সটিকে আটকানোর পর পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়। ভিতরে থরে থরে কার্টনে রয়েছে ‘ইন্ডিয়া মেড ফরেন লিকুয়র’। দেশে তৈরি বিদেশি মদ।

মা‌লদায় অ্যাম্বুল্যান্সে করে মদের হোম ডেলিভারি! ধৃত ২

অ্যাম্বুল্যান্সটি আটক করার পর চমকে গিয়েছিল পুলিশ। (প্রতীকী)

অ্যাম্বুল্যান্স ছুটে চলেছে সড়কপথে। কিন্তু তার মধ্যে কোনও রোগী নেই। উল্টে অ্যাম্বুল্যান্স বোঝাই হয়ে রয়েছে কার্টনে। কীসের কার্টন? সেখানেই লুকিয়ে আসল রহস্য। দেখলে বোঝা দায়! ওই অ্যাম্বুল্যান্স আসলে লকডাউনের সময় মদের হোম ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়েছে পথে। শুক্রবার তেমনই এক অ্যাম্বুল্যান্সের সন্ধান পেল পুলিশ। ঘটনা ঘটেছে মালদায়।

অ্যাম্বুল্যান্সটি আটক করার সঙ্গে সঙ্গে ভিতরে থাকা দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। অ্যাম্বুল্যান্সটিকে আটকানোর পর পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়। ভিতরে থরে থরে কার্টনে রয়েছে ‘ইন্ডিয়া মেড ফরেন লিকুয়র'। দেশে তৈরি বিদেশি মদ।

হাবিবপুর থানার অধীনস্থ আইহো অঞ্চলে হাইওয়ের উপরে ওই অ্যাম্বুল্যান্সটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার এসপি অলোক রাজোরিয়া।

ওই অ্যাম্বুল্যান্স ও সমস্ত মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই মদের হোম ডেলিভারির ব্যবসা সম্পর্কে বিশদে জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.