This Article is From Mar 31, 2019

‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’-এর র‍্যাপ শুনেছেন?

‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’, ‘অল ইজ ওয়েল’ এবং ‘আঁখ মারে’ এই তিনটি গানকে লিলির ভিডিও ব্যবহার করা হয়েছে।

‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’-এর র‍্যাপ শুনেছেন?

লিলির ভিডিওটির নাম ‘ইফ বলিউড সংস ওয়ার র‍্যাপ’

হাইলাইটস

  • লিলি সিং একজন জনপ্রিয় ইউটিউবার
  • তিনি সম্প্রতি তিনটি বলিউডের গানের র‍্যাপ করে ভিডিও প্রকাশ করেছেন
  • ভিডিওটি ৫ লক্ষেরও বেশি ভিউ হয়েছে

আপনি কি ইউটিউবার লিলি সিংয়ের ভক্ত? লিলি আবার ‘সুপারওম্যান' ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ খ্যাতনামা। এ বার একটি অভিনব ভিডিও প্রকাশ করেছেন লিলি। তিনি লিখেছেন, বলিউডের সব গান যদি র‍্যাপ হিসেবে গাওয়া হতো তা হলে কেমন হতো! লিলি একটি পাঁচ মিনিটের ভিডিও প্রকাশ করেছেন, যেখানে বলিউডের বেশ কিছু গান কে র‍্যাপ ঘরানায় গাওয়া হয়েছে। লিলি নিজের সিগনেচার স্টাইলে লিরিকসে বেশ কিছু পরিবর্তনও করেছেন। তিনি মেয়েদের সৌন্দর্য, শারীরিক সৌন্দর্যের মাপকাঠি, সুস্থ থাকা, ইতিবাচক থাকা, মানসিক স্বাস্থ্য, বাই সেক্সুয়ালিটি এবং অন্যান্য বিষয়গুলিকে এর মধ্যে যুক্ত করেছেন।

ভালোবাসা কলঙ্ক নয়, কাজলের মতো...অরিজিতের গলায় শুনুন কলঙ্কের টাইটেল ট্র্যাক

‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়', ‘অল ইজ ওয়েল' এবং ‘আঁখ মারে' এই তিনটি গানকে লিলির ভিডিওতে ব্যবহার করা হয়েছে।

লিলি ভিডিওটি শেয়ার করার সময়ে লিখেছেন, ‘‘আমি বলিউডের গান খুব ভালোবাসি। আবার র‍্যাপ মিউজিকও ভীষণ ভালোবাসি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জগতে আমার দুটো প্রিয় গানই একসঙ্গে থাকবে। আর সেই কাজ করতে গিয়ে আমার মনে হল একটুখানি মোটিভেশনাল অ্যান্থেমের কাজও করা যাক না। কাজটা সত্যিই আমার মনের খুব কাছাকাছি হয়েছে।''

দেখুন সেই ভিডিও এখানে:

শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি এখনও পর্যন্ত ইউটিউবে ৫ লক্ষের বেশি ভিউ এবং কয়েক হাজার মন্তব্য পেয়েছে। টুইটার এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও গানটি নিয়ে আলোচনা ও শেয়ার করা হয়েছে।

আপনার কেমন লাগলো ভিডিওটি? আমাদের জানান নীচের মন্তব্য বিভাগে লিখে।

Click for more trending news


.