This Article is From Oct 06, 2018

বাস চালাচ্ছে কর্ণাটকের হনুমান, বরখাস্ত চালক

ভিডিওতে দেখা যাচ্ছে, স্টিয়ারিং চাকা ঠিক করে ধরে থাকার জন্য বেশ কয়েকবার ওই হনুমানের পিঠও চাপড়ে দিচ্ছেন ওই বাসচালক।

বাস চালাচ্ছে কর্ণাটকের হনুমান, বরখাস্ত চালক

1 অক্টোবর ঘটেছে এই ঘটনাটি

নিউ দিল্লি:

কদিন আগেই শিলং শহরে কুকুরকে মারুতি চালাতে দেখা গিয়েছিল। এবার কর্ণাটকের রাস্তায় বাস চালাতে দেখা গেল এক হনুমানকে। চালক স্টিয়ারিং এ বসতে দিয়েছেন হনুমানকে। হনুমানই চালাচ্ছে বাস। কর্ণাটক রাজ্য সড়ক পরিবহনের একটি বাসের এই ঘটনায় হতবাক যাত্রীরা। চলন্ত বাসে গোটা ঘটনাটি ভিডিও করেছেন একজন যাত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, স্টিয়ারিং চাকা ঠিক করে ধরে থাকার জন্য বেশ কয়েকবার ওই হনুমানের পিঠও চাপড়ে দিচ্ছেন ওই বাসচালক। ওই চালক হনুমানকে কার্যত বাস চালাতে দেন। নিজে মাঝে মাঝে গিয়ার বদলে দেন।

ভিডিওটির ব্যাপক প্রচারের পর যাত্রীদের ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলার কারণে ওই চালককে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে 1 অক্টোবর। কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (কেএসআরটিসি) বাসে দাভানগেরে থেকে ভারামাসাগর পর্যন্ত যাচ্ছিল বাসটি।

এখানে দেখুন ভাইরাল ভিডিও:

Watch the viral video here:
 

ওই চালককে বরখাস্ত করার বিষয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। কেউ কেউ বলছেন যে "পশুপ্রেমী" ওই বাসচালককে সতর্ক করে ছেড়ে দেওয়া উচিত। অন্যরা আবার গোটা বিষয়টিকে ‘পাগলামি’ বলেই দেখছেন।

.