This Article is From Jul 24, 2019

প্রতারণার অভিযোগে বসনিয়ায় গ্রেফতার শিল্পপতি প্রমোদ মিত্তল

২০০৩ থেকে প্রমোদ মিত্তলের সহযোগিতায় লুকাভাকের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে একটি কোকিং প্ল্যান্ট চলছে, তা নিয়েই ওই মামলা

প্রতারণার অভিযোগে বসনিয়ায় গ্রেফতার শিল্পপতি প্রমোদ মিত্তল

প্রতারণার অভিযোগে বসনিয়ায় গ্রেফতার শিল্পপতি প্রমোদ মিত্তল

সারাজেভো, বসনিয়া এবং হারজেগোভানিয়া:

স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তলের (Lakshmi Mittal) ছোট ভাই শিল্পপতি প্রমোদ মিত্তলকে (Pramod Mittal) প্রতারণা ও ক্ষমতার অবব্যবহারের অভিযোগে বসনিয়া থেকে গ্রেফতার করা হল। ২০০৩ থেকে প্রমোদ মিত্তলের সহযোগিতায় লুকাভাকের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে একটি কোকিং প্ল্যান্ট চলছে,  সেই সংক্রান্ত বিষয়েই তাঁকে গ্রেফতার (Pramod Mittal arrested) করা হয় বলে জানা গেছে। এই কোকিং প্ল্যান্টে প্রায় হাজার খানেক কর্মী কাজ করেন। আইনজীবী কাজিম সারহাটলিক সাংবাদিকদের বলেন, "নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গিকিলের পরিদর্শনকারী বোর্ডের সভাপতি প্রমোদ মিত্তলকে গ্রেফতার করে পুলিশ।" ২০০৩ সালে গ্লোবাল স্টিল কোম্পানি ও একটি স্থানীয় সংস্থার মালিক প্রমোদ মিত্তল প্রতিষ্ঠা করেন গিকিল, তিনিই সেটি চালাচ্ছিলেন।

হিমন্তবিশ্ব শর্মাকে জেরা করেনি সিবিআই, হাইকোর্টে বললেন রাজীব কুমার

লুকাভাকের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে ওই কোকিং প্ল্যান্টে হাজারখানেক কর্মী নিয়মিত কাজ করেন। প্রমোদের পাশাপাশি ওই সংস্থার জেনারেল ম্যানেজার পরমেশ ভট্টাচার্য ও সুপারভাইজারি বোর্ডের অন্যতম সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে "সংগঠিত অপরাধ, বিশেষ করে ক্ষমতার অপব্যবহার এবং অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত কাজের অভিযোগ উঠেছে" , বলেন আইনজীবী কাজিম সারহাটলিক। ওই আইনজাবী আরও জানান যে, যদি অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তবে তাঁদের ৪৫ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।

চতুর্থ ব্যক্তি "গ্রেফতার হওয়া প্রমোদ মিত্তলের (Pramod Mittal) সঙ্গে এই সংগঠিত অপরাধের আরেক সদস্য হিসাবে বিবেচিত", তাঁর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবারই অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

“কাট মানি” ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব অভিনেতা রুদ্রনীল ঘোষ

সংগঠিত অপরাধ সংক্রান্ত Zurnal.info  ওয়েবসাইটের মতে,  অভিযুক্তরা "অন্তত পাঁচ মিলিয়ন" অর্থাৎ (২.৫ মিলিয়ন ইউরো, ২.৮ মিলিয়ন ডলার) অঙ্কের প্রতারণা করেছে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের (Lakshmi Mittal) ভাই হলেও এই প্রমোদ মিত্তল (Pramod Mittal) । জানা গেছে বালকানসে আরও বেশ কয়েকটি সংস্থা চালান প্রমোদ মিত্তল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.