Kupwara encounter: আপাতত গুলির লড়াই থেমেছে ওই এলাকায়
নিউ দিল্লি: আজই পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে চলেছে পাকিস্তান, অন্যদিকে আজ সকালেই জম্মু ও কাশ্মীরে কুপওয়ারাতে দুই জঙ্গি নিহত হয়েছেন। উত্তর কাশ্মীরের হান্ডওয়ারাতে বন্দুকযুদ্ধে একজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন।
ছেলেকে আনতে ওয়াঘাহ সীমান্তে রওনা দিলেন উইং কমান্ডার অভিনন্দনের বাবা-মা
দুই নিহত সন্ত্রাসবাদীর দেহই লাঙ্গেট এলাকার ক্রালগুন্ড গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে এবং এখন ওই এলাকাটি স্যানিটাইজ করার জন্য অনুসন্ধান প্রক্রিয়া চলছে। নিরাপত্তা বাহিনী কুপওয়ারা এলাকার বাবাগুন্ড এলাকাটি প্রায় খালি করে সেখানে অনুসন্ধান অভিযান শুরু করে। সূত্রের খবর, গোপন সূত্রে ওই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্য জানতে পারে নিরাপত্তা রক্ষীরা।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, “লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়, পালটা এনকাউন্টার শুরু হয় তখনই।" আপাতত ওই এলাকায় গুলির লড়াই বন্ধ হয়েছে এবং নিরাপত্তা বাহিনী এখন ওই এলাকায় টহল দিচ্ছে।