This Article is From Feb 20, 2019

এই শহরে কাশ্মীরিরা সম্পূর্ণ নিরাপদ, আশ্বাস দিল কলকাতা পুলিশ

মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতর লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশের নতুন কমিশনার অনুজ শর্মা বলেন, "কাশ্মীরিরা এই শহরে পুরোপুরি নিরাপদ"।

এই শহরে কাশ্মীরিরা সম্পূর্ণ নিরাপদ, আশ্বাস দিল কলকাতা পুলিশ

কাশ্মীরিরা এই শহরে নিরাপদ, বললেন অনুজ শর্মা।

কলকাতা:

গত সপ্তাহে পুলওয়ামায় জঙ্গিহানার পর থেকেই গোটা দেশ থেকেই কাশ্মীরিদের ওপর বিভিন্ন ধরনের আক্রমণের খবর আসছে। তার মধ্যেই কলকাতা পুলিশ জানিয়ে দিল, উপত্যকার মানুষরা এই শহরে একদমই নিরাপদ। তাঁদের নিরাপত্তার জন্য বেশ কিছু পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতর লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশের নতুন কমিশনার অনুজ শর্মা বলেন, “কাশ্মীরিরা এই শহরে পুরোপুরি নিরাপদ। আমি একটু আগেই অন্যান্য পুলিশকর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছি। যে যে স্থানে কাশ্মীরিরা থাকেন, চিহ্নিত করেছি সেই স্থানগুলিকেও। তাঁদের সঙ্গে কথা বলে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তাঁরা এই শহরে সম্পূর্ণ নিরাপদ। এমনটাই আমি বিশ্বাস করি”।

'পুলওয়ামায় নিহত সেনাদের 'শহিদ' বলা হবে কেন', প্রশ্ন তুলে চাকরি গেল কলকাতার শিক্ষকের

গত শুক্রবার ২২ বছর ধরে কলকাতার বাসিন্দা এক কাশ্মীরি চিকিৎসককে কয়েকজন মিলে ঘিরে ধরে হুমকি দেয় এবং এই শহর ছেড়ে চলে যাওয়ার কথা বলে। ওই চিকিৎসকের অভিযোগের ভিত্তিতেই দায়ের করা হয় একটি এফআইআর।

স্কুলে 'একঘরে' করে দেওয়া হল তাঁর সন্তানদের, অপমানে শহর ছাড়ছেন কাশ্মীরি চিকিৎসক

এছাড়া, শহর ও জেলার বেশ কয়েকটি স্থান থেকে ‘ছেলেধরা'-র গুজবও তৈরি হয়েছে। বলা হচ্ছে, এই সব স্থানে ঘুরে বেড়াচ্ছে ছেলেধরারা, যারা, বাচ্চাদের অপহরণ করে তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ খুলে নিচ্ছে। অনুজ শর্মা জানান, এই ধরনের গুজবের বিরুদ্ধে গণসচেতনার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কোনওভাবেই এই ‘পরিকল্পিত প্রচেষ্টা'গুলির ফলে আইনশৃঙ্খলার অবনতি না হয়।

.