This Article is From Jan 25, 2019

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশ ও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল

শুধু দেশবাসীকেই নয়। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশেও বক্তব্য পেশ করেন তিনি। রাজ্যবাসীর আনন্দ এবং সুখকর জীবনের জন্য প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কামনা করেন তিনি।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশ ও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল

রাজভবন থেকে একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, আমাদের দেশের গণতন্ত্র যাঁরা প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদের কথা স্মরণ করে আমাদের নিজেদের লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রচেষ্টা দিয়ে এটিকে রক্ষা করতে হবে।

কলকাতা:

৭০ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি শুক্রবার রাজ্য তথা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র যাতে একদম ঠিকঠাক থাকে, আইনি ও সম্মানজনক পথ মেনে চলে, তা দেখার দায়িত্ব দেশের জনগণেরই। রাজভবন থেকে একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, আমাদের দেশের গণতন্ত্র যাঁরা প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদের কথা স্মরণ করে আমাদের নিজেদের লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রচেষ্টা দিয়ে এটিকে রক্ষা করতে হবে।

প্রজাতন্ত্র দিবসের আগের দিন কী বললেন রাষ্ট্রপতি? জেনে নিন কয়েকটি বিশেষ মন্তব্য

 দেশের সার্বভৌমত্ব যাতে রক্ষা পায়, তা দেখার আবেদনও দেশবাসীর কাছে রাখেন রাজ্যপাল। কোনওভাবেই যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্থ না হয়, তা দেখার দিকে লক্ষ রাখতে হবে দেশের দায়িত্ববান নাগরিকদের। দেশের সার্বভৌমত্ব যাতে রক্ষা পায়, তা দেখার আবেদনও দেশবাসীর কাছে রাখেন রাজ্যপাল। কোনওভাবেই যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্থ না হয়, তা দেখার দিকে লক্ষ রাখতে হবে দেশের দায়িত্ববান নাগরিকদের। 

দেশের কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর লেখা ব্যক্তিগত চিঠি

শুধু দেশবাসীকেই নয়। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশেও বক্তব্য পেশ করেন তিনি। রাজ্যবাসীর আনন্দ এবং সুখকর জীবনের জন্য প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কামনা করেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.