This Article is From Aug 11, 2018

কেরলে বন্যা : মৃতের সংখ্যা বেড়ে 29, উদ্ধার 54 জন পর্যটক

প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা যে আদতে কী ভয়াবহ অভিজ্ঞতার জন্ম দিতে পারে, কেরলের মানুষ এখন তা বুঝতে পারছেন। গোটা রাজ্যের বাঁধ, জলাধার, নদীগুলি ভেসে গিয়েছে। রাস্তায় রাস্তায় জল।

কেরলের বন্যা, আকাশ থেকে তোলা ছবি।

তিরুঅনন্তপুরম:

প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা যে আদতে কী ভয়াবহ অভিজ্ঞতার জন্ম দিতে পারে, কেরলের মানুষ এখন তা বুঝতে পারছেন। গোটা রাজ্যের বাঁধ, জলাধার, নদীগুলি ভেসে গিয়েছে। রাস্তায় রাস্তায় জল। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান, কোথাও বুকসমান। হাইওয়েগুলির বহু অংশ জলে ডুবে গিয়েছে এই ভয়াবহ বন্যায়। গৃহহীন হয়ে পড়েছে মানুষ। আটকা পড়ে গিয়েছে পর্যটকরা। প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট এই বন্যাতে জন্তু-জানোয়াররা ঠিক তেমনভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে গোটা রাজ্যের অর্ধেকের বেশি মানুষ বিপর্যস্ত। ইদুক্কি জলাধারের একটি বাঁধের পাঁচটি গেট খুলে দেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। 29 জন মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে এই বন্যায়। হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকার্য চলছে সারাদিন ধরেই। অন্তত 500 টি ত্রাণশিবির তৈরি করা হয়েছে। 50 জনের বেশি পর্যটক আটকা পড়ে গিয়েছিলেন ইদুক্কির মুন্নারের হিল স্টেশনের এক রিসর্টে। তাঁদের উদ্ধার করে সেনাবাহিনী।

বায়ুসেনা, জলসেনা, উপকূল রক্ষী বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী - সকলেই কাজ করছে হাতে হাত মিলিয়ে।

 

.