This Article is From Oct 19, 2019

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কাশ্মীরে কোনও প্রতিবাদ নয়: পুলিশ প্রধান

Jammu and Kashmir পুলিশ প্রধান দিলবাগ সিং এনডিটিভিকে বলেন, "অবশ্যই এখন কোনও বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না, পরিস্থিতির আরও উন্নতি হলে আমরা ভেবে দেখব"

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কাশ্মীরে কোনও প্রতিবাদ নয়: পুলিশ প্রধান

Kashmir Protests: ফারুক আবদুল্লাহর মেয়ে ও বোনকে চলতি সপ্তাহে বিক্ষোভ দেখানোয় গ্রেফতার করা হয়, পরে যদিও ছেড়ে দেওয়া হয় তাঁদের

হাইলাইটস

  • কাশ্মীর স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে কোনও বিক্ষোভের অনুমতি নেই
  • গ্রেফতার হওয়া ফারুক আবদুল্লাহর মেয়ে ও বোনকে মুক্তি দেওয়া হয়েছে
  • উস্কানি শুধু কথা দিয়ে নয়, প্ল্যাকার্ড দিয়েও দেওয়া যায়, বলেন পুলিশ প্রধান
শ্রীনগর:

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সামগ্রিক পরিস্থিতির যতদিন পর্যন্ত না উন্নতি হচ্ছে ততদিন সেখানে কোনও বিক্ষোভ-আন্দোলনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানালো সেখানকার পুলিশ প্রশাসন। কাশ্মীর উপত্যকায় বিধিনিষেধ সম্পূর্ণরূপে না তুলে নেওয়া পর্যন্ত সেখানে (Kashmir) কোনও ধরণের প্রতিবাদ-আন্দোলন (Kashmir Protests) করার বিষয়ে অনুমতি দেওয়া হবে না, স্পষ্ট জানালেন পুলিশ প্রধান দিলবাগ সিং (Dilbagh Singh)। মঙ্গলবার, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বোন ও মেয়ে সহ এক ডজনেরও বেশি মহিলাকে রাজ্যের বিশেষ মর্যাদার অবসানের বিরুদ্ধে শ্রীনগরে অবস্থান কর্মসূচির জন্য গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার ওই মহিলা বুদ্ধিজীবী ও সমাজকর্মীদের ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়।জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং এনডিটিভিকে বলেন," আমাদের প্রচেষ্টা থাকবে এই ধরণের কোনও কর্মকাণ্ডের অনুমতি দেওয়ার আগে উপত্যকায় আরও শান্তি ফিরিয়ে আনা"।

শ্রীনগরে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ফারুক আবদুল্লার মেয়ে এবং বোন

তিনি বলেন যে ওইদিন প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের হাতে থাকা কিছু প্ল্যাকার্ড "খুব ভাল" ছিল না এবং তাতে অবশ্যই আইনশৃঙ্খলা ব্যবস্থায় প্রভাব পড়ার সম্ভাবনা ছিল এবং তাই এই ধরণের ক্ষেত্রে "কার্যকর পদক্ষেপই নিতে হবে"।

গ্রেফতার হওয়া মহিলাদের মধ্যে ডঃ আবদুল্লার বোন সুরাইয়া আবদুল্লা, তাঁর মেয়ে সাফিয়া আবদুল্লা খান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশিরও ছিলেন। শ্রীনগরের লাল চকের কাছে প্রতাপ পার্কে শান্তিপূর্ণ অবস্থানের জন্য প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই মহিলারা জড়ো হয়েছিলেন। তাঁরা প্রতিবাদ শুরু করতেই পুলিশ তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক ডজন মহিলাকে প্রতিরোধমূলক হেফাজতে নিয়ে যায়। তাঁদের গ্রেফতার করে নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

৭২ দিন পরে কাশ্মীর উপত্যকায় চালু হল বিএসএনএলের পোস্টপেইড মোবাইল পরিষেবা, তবে বন্ধ ইন্টারনেট

"উস্কানি শুধু কথার মাধ্যমেই আসে না, প্ল্যাকার্ডে লেখা শব্দের মাধ্যমেও উস্কানি দেওয়া যায়", বলেন দিলবাগ সিং। তিনি আরও বলেন যে, শ্রীনগরে যে নিষেধাজ্ঞাগুলি আরোপ করা রয়েছে সেগুলির প্রতি শ্রদ্ধা জানানো উচিত। তিনি বলেন, মহিলা প্রতিবাদকারীদের আগেই এই আন্দোলনের আগে জেলা প্রশাসকের কাছে গিয়ে অনুমতি চাইতে পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তা তাঁরা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি।

"অবশ্যই এখন কোনও বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না, পরিস্থিতির আরও উন্নতি হলে আমরা ভেবে দেখব", বলেন দিলবাগ সিং।

কাশ্মীর উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার ৭২ দিন পর পোস্ট পেইড মোবাইল ব্যবস্থা ফের চালু হলে তার একদিন পরেই ওই মহিলারা বিক্ষোভের জন্য জড়ো হয়েছিলেন।

দেখুন ১৮.১০.২০১৯-এর সেরা খবর:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.