This Article is From Oct 20, 2019

হাওড়া ঢোকার মুখে লাইনচ্যূত কালকা মেলের ২টি বগি

Kalka Mail Derail: দুর্ঘটনায় কেউ হতাহত হননি, ফাঁকা ট্রেনটি হাওড়া ঢোকার সময় পিছন থেকে দ্বিতীয় ও তৃতীয় বগি লাইনচ্যূত হয়, জানান পূর্ব রেলের এক আধিকারিক

হাওড়া ঢোকার মুখে লাইনচ্যূত কালকা মেলের ২টি বগি

রবিবার, ফাঁকা ট্রেনটি হাওড়া স্টেশনে ঢুকছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটে।

কলকাতা:

হাওড়া স্টেশন ঢোকার মুখে কালকা মেলের (Kalka Mail)দুটি বগি লাইনচ্যূত হয় রবিবার, ফাঁকা ট্রেনটি হাওড়া স্টেশনে (Howrah station) ঢুকছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। কলকাতায় এক আধিকারিক জানান, দুর্ঘটনার ফলে দক্ষিণ-পূর্ব রেল পরিষেবা ব্যাহত হয়। পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন,  হাওড়া স্টেশনে ফাঁকা কালকা মেল ঢোকার সময়ে পিছনের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় বগি লাইনচ্যূত হয়, তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। রাত ১.৪৭ নাগাদ ঘটনাটি ঘটে, এবং লাইনচ্যূত বগিগুলিকে সেখান থেকে সরাতে সকাল ৬.২৫ পর্যন্ত সময় লাগে। দক্ষিণ পূর্ব রেলের এক আধিকারিক জানান, পুরোপুরি ঠিক হয় ১২.২০-এ।

হাওড়া স্টেশন থেকে রেল পরিষেবা পরিচালনা করে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল। হাওড়া থেকে হরিয়ানার কালকা গামী কালকা মেলের পরিচালনার দায়িত্বে রয়েছে পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেলের ব্যবহার করা ১৩টি লাইনটি এই দুর্ঘটনায় বন্ধ হয়ে যায়, তবে পূর্ব রেলের একটি লাইন ছাড়া বাকিগুলিই ঠিক ছিল।

এই দুর্ঘটনার ফলে, দক্ষিণ পূর্ব রেলের ৩১টি ইএমইউ লোকাল ট্রেন এবং অন্যান্য ১০টি ট্রেন সাময়িক বাতিল করা হয়েছে নাহলে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়া হয়েছে বলে জানান দক্ষিণ পূর্ব রেলের এক মুখপাত্র।

দক্ষিণ পূর্ব রেলের অনেক এক্সপ্রেস ট্রেন স্বল্প সময়ের জন্য বাতিল করা হয়, অথবা সাঁতরাগাছি থেকে ছাড়া হয় বলে জানান তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.