This Article is From Oct 29, 2019

১৮ নভেম্বরেই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি এস এ বোবদে

Justice SA Bobde-কে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি

১৮ নভেম্বরেই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি এস এ বোবদে

মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন Justice SA Bobde

নয়া দিল্লি:

বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে (Justice SA Bobde) ভারতের পরবর্তী প্রধান বিচারপতি (Chief Justice of India) হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । ১৮ নভেম্বর শপথ গ্রহণ করবেন তিনি, সুপ্রিম কোর্টের (Supreme Court) বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের (Ranjan Gogoi) স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি বোবদে। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি বোবদে । ২০২১ সালের এপ্রিলে তিনি অবসর নেবেন। ১৯৫৬ সালের ২৪ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন তিনি, বিচারপতি বোবদে তাঁর পড়াশুনো সারেন নাগপুর বিশ্ববিদ্যালয়ে । ২০০০ সালে তিনি অতিরিক্ত বিচারক হিসাবে বম্বে হাইকোর্টে যোগদান করেন। ২০১২ সালে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন।

২০১৩ সালের এপ্রিলে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। অযোধ্যা মন্দির-মসজিদ বিরোধ মামলা, বিসিসিআই মামলা এবং আতসবাজির বিরুদ্ধে আর্জি সহ বিভিন্ন শীর্ষস্থানীয় মামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

বিচারপতি অরবিন্দ বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি করার সুপারিশ প্রধান বিচারপতির: সূত্র

বিচারপতি রঞ্জন গগৈ, ২০১৮ সালের ৩ অক্টোবর প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন, ১৭ নভেম্বর অবসর নেবেন তিনি।

অবসর গ্রহণের একমাস আগে প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসাবে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করেন বলে একটি সরকারি সূত্র জানিয়েছে।

আগামী ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বোবদের, যাঁর মেয়াদ হবে প্রায় ১৮ মাস।

বিচারপতি নিয়োগ করুন, প্রধানমন্ত্রীকে চিঠি প্রধানবিচারপতি রঞ্জন গগৈয়ের

উচ্চ বিচার বিভাগের সদস্যদের নিয়োগ নিয়ন্ত্রণকারী মেমোরেন্ডাম অফ প্রক্রিয়া অনুসারে, "ভারতের প্রধান বিচারপতির কার্যালয়ে নিয়োগের বিষয়টি সুপ্রিম কোর্টের সিনিয়র-সর্বাধিক বিচারকেরই প্রাপ্য হওয়া উচিত"। প্রধান বিচারপতির সুপারিশ পাওয়ার পরে আইনমন্ত্রী এটি প্রধানমন্ত্রীর সামনে রাখেন, যিনি পরে রাষ্ট্রপতির কাছে এই নাম সুপারিশ করেন।

.