This Article is From Sep 15, 2019

Junagadh: রাজকীয় চালে রাস্তায় পায়চারি ৭ সিংহ মামির! কারণটা কী?

গুজরাটের (Gujarat) জুনাগড়ের (Junagadh) রাস্তা দাপিয়ে বেড়াচ্ছেন মহারাজেরা। রাতের অন্ধকারে বৃষ্টি নেমেছে ঝেঁপে।

জুনাগড়ের রাস্তায় সিংহ বিক্রমে পায়চারি!

হাইলাইটস

  • মাহারাজের এই পায়চারি ক্যামেরাবন্দি করেছেন এক পথচারি
  • বৃষ্টির রাতে খাবার খুঁজতে ৭ সিংহ চলে আসে লোকালয়ে
  • বন দফতরের কাছে খবর যেতেই গির অরণ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের
নয়া দিল্লি:

রাজকীয় চাল বোধহয় একেই বলে! দেখলেই ভয়ে, সসম্ভ্রমে পছ ছেড়ে দিচ্ছেন সমস্ত পথচারি! এক-আধজন নয়, একসঙ্গে সাত রানিমা চলে এসেছেন লোকালয়ে। আর শহর দাপিয়ে পায়চারি করে বেড়াচ্ছেন। এক পথচারি  বনের রানিদের ভবনাথ অঞ্চলে দুলকি চালে হাঁটার ভিডিও সোশ্যালে পোস্ট করতেই হতবাক সবাই। গুজরাটের (Gujarat) জুনাগড়ের (Junagadh) রাস্তা দাপিয়ে বেড়াচ্ছেন তাঁরা। রাতের অন্ধকারে বৃষ্টি নেমেছে ঝেঁপে। তখনই খাবারের খোঁজে শহরে আগমন সিংহি মামিদের। 

নজর কাড়তে প্রাণে ঝুঁকি! পাহাড়ে ঝুলন্ত ছবি তুলে নিন্দিত ইনস্টা যুগল

সেই ছবিই এখন ট্রেন্ড

Tiktok Top 10 Videos:ভাইরাল ঊর্বশী! নায়িকা বলছেন টেক ইট ইজি?

তবে সিংহি মামিরা দলবল মিলে শহরে এলেও কারোর কোনও ক্ষতি করেননি। এবং খবর পাওয়া মাত্র আবার তাঁদের ডেরায় অর্থাৎ গির অভয়ারণ্যে ফিরিয়ে নিয়ে যায় বনবিভাগ।

(সূত্রে এএনআই)

.