This Article is From Aug 23, 2019

Krishna Janmashtami: কবে পালন করবেন জন্মাষ্টমী? ২৩ না ২৪ অগস্ট?

Krishna Janmashtami: শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে এই দিন আবাল-বৃদ্ধ-বনিতা উপবাস করে থাকেন। সকলেই তাঁর উদ্দেশে ব্রত করেন।

Krishna Janmashtami: কবে পালন করবেন জন্মাষ্টমী? ২৩ না ২৪ অগস্ট?

Krishna Janmashtami: কবে জন্মাষ্টমী?

নিউ দিল্লি:

Krishna Janmashtami: জন্মাষ্টমী ২৩ অগস্ট নাকি ২৪ আগস্ট, এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি রয়েছে। কোথাও বলা হচ্ছে জন্মাষ্টমী (Janmashtami) ২৩ অগস্ট আবার কোথাও বলা হচ্ছে ২৪ অগস্ট। প্রসঙ্গত, বিশ্বাস অনুসারে, শ্রী কৃষ্ণের জন্ম ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী (Janmashtami)  তিথিতে হয়েছিল, সেই মান্যতা অনুসারে এই বছরে এই তিথি পড়েছে ২৩ অগস্ট। তাই এই বছর জন্মাষ্টমী পালিত হবে ২৩ অগস্ট।

জন্মাষ্টমীর গুরুত্ব
পুরো ভারত জুড়েই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ তাত্পর্য রয়েছে। এটি হিন্দুদের অন্যতম প্রধান উত্সব। মান্যতা আছে যে, মহাবিশ্বের স্রষ্টা শ্রী হরি বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রী কৃষ্ণ, এই রূপেই তিনি মাতা দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন। দেশের সমস্ত রাজ্যে বিভিন্নভাবে এই মহোৎসব উদযাপন করা হয়।

শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে এই দিন আবাল-বৃদ্ধ-বনিতা উপবাস করে থাকেন। সকলেই তাঁর উদ্দ্যেশে ব্রত করেন। এইদিন সমস্ত মন্দির গুলি সাজিয়ে তোলা হয়, চলে ভজন কীর্তন। দিনভর চলে সংকীর্তন, এই দিন স্কুলের ছোট ছোট বাচ্চারা শ্রীকৃষ্ণ সেজে স্কুলে যায়।    

কীভাবে রাখবেন জন্মাষ্টমীর ব্রত: 
যে সমস্ত ভক্তরা জন্মাষ্টমীর ব্রত পালন করতে চান, তাদের আগের দিন একবার খাদ্য গ্রহণ করতে হবে। জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে ব্রত শুরু করতে হবে এবং রাতে রোহিনী নক্ষত্র দেখার পরে উপবাস শেষ করবে। শ্রীকৃষ্ণের পূজা গভীর রাতে হয়।

Click for more trending news


.