This Article is From May 05, 2020

মেহবুবা মুফতির জনসুরক্ষা আইনে আটকের মেয়াদ বাড়ল আরও ৩ মাস

এপ্রিল থেকে শ্রীনগরের বাড়িতে গৃহবন্দি রয়েছেন মেহবুবা মুফতি, যেটিকে তৈরি করা কারাগার তৈরি করা হয়

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সময়ে আটক করা হয় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (ফাইল)

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে (Mehbooba Mufti) গত বছরের ৫ অগস্ট থেকে গৃহবন্দি করা রাখা হয়েছে জন সুরক্ষা আইনে (Public Safety Act), মুক্তি পাওয়ার আগে আরও তিনমাস একইভাবে কাটাতে হবে তাঁকে। ফলে তাঁকে প্রায় ১ বছর গৃহবন্দি থাকতে হতে পারে, তারপরে পর্যালোচনা করা হতে পারে তাঁর গৃহবন্দি দশা নিয়ে। এপ্রিল থেকে শ্রীনগরের বাড়িতে গৃহবন্দি রয়েছেন মেহবুবা মুফতি, যেটিকে তৈরি করা কারাগার তৈরি করা হয়। তার আগে মৌলানা আজাদা শহরে তৈরি করা কারাগারে রাখা হয় তাঁকে।

পূর্বতন রাজ্য জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সময়ে আটক করা হয় পিডিপি নেত্রী মেহবুবা মুৎতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা সহ উপত্যকার প্রায় শখানেক রাজনৈতিক নেতাকে।

মার্চে মুক্তি দেওয়া হয় ওমর আবদুল্লাকে, মেহবুবা মুফতির আটকের মেয়াদ বৃদ্ধিকে “অবিশ্বাস্য নিষ্ঠুরতা এবং অধঃপতনশীল পদক্ষেপ” বলে বর্ণনা করেছেন তিনি।

ট্যুইটে ওমর আবদুল্লা লেখেন, “মেহবুবা মুফতির আটকের মেয়াদ বাড়ানো অবিশ্বাস্য নিষ্ঠুরতা এবং অধঃপতনশীল পদক্ষেপ। তিনি এমন কিছু বলেননি বা করেননি যাতে তাঁর সঙ্গে এরকম আচরণ করা যায় বা অন্যদের আটকে রাখা যায়”।

তিনি আরও উল্লেখ করেন, “একটি সরকারের তরফে কত কয়েকদিনে বারবার জম্মু ও কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি বলে দাবি করা হয়েছে, সেখানে মেহবুবা মুফতিকে আটকে রাখার ঘটনাতেই প্রমাণ হয়, মোদিজী একাই জম্মু ও কাশ্মীরকে কয়েকদশক পিছিয়ে দিয়েছেন”।

.