This Article is From Jun 19, 2018

জয়পুর মুম্বাই ফ্লাইটে বোমাতঙ্কের জেরে চরম বেসামাল ইন্ডিগো

ইন্ডিগো এই বিষয় নিয়ে কতৃপক্ষ তদন্ত করছে আর তারা জানার চেষ্টা করছে, কে বা কারা এই গোটা ঘটনার সাথে জড়িত।

জয়পুর মুম্বাই ফ্লাইটে বোমাতঙ্কের জেরে চরম বেসামাল ইন্ডিগো

অজানা নাম্বার আজ ইন্ডিগো কল সেন্টারে সকাল 5:30 নাগাদ প্লেনে বোমা থাকার খবর দিলো

নিউ দিল্লি: একটি অজানা নাম্বার আজ ইন্ডিগো কল সেন্টারে সকাল 5:30 নাগাদ প্লেনে বোমা থাকার খবর দিলো। আর এই বোমাতঙ্ক জুড়েই 6E 218 জয়পুর মুম্বাই ফ্লাইট দাঁড়িয়ে যায়। ইন্ডিগো জানায়, তারা সেই মুহূর্তেই গোটা বিষয়টাই বোম্ব থ্রেড অ্যাসেসমেন্ট কমিটিকে (BTAC) জানায়। আর তারপরই নিরাপত্তা বিষয়ক সকল নিয়ম পালন করে।  তাদের স্টেটমেন্ট অনুযায়ী, এই গোটা বিষয়টাই ভুয়ো।

পরবর্তী স্টেটমেন্টে জানানো হয়, ইন্ডিগো এই বিষয় নিয়ে কতৃপক্ষ তদন্ত করছে আর তারা জানার চেষ্টা করছে, কে বা কারা এই গোটা ঘটনার সাথে জড়িত। পরবর্তী সময়ে উড়ান চলাচল আমার স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো।

এখনো অবধি পরবর্তী রিপোর্ট আসা এখনো বাকি আছে। 

তবে এর আগেও মার্চ মাসে কিছুটা এমন ঘটনাই ঘটেছিল। যখন দিল্লি কলকাতা এয়ার ইন্ডিয়া AI-020 ফ্লাইট মাঝরাস্তা থেকে থেকে দিল্লি বিমানবন্দরে ফিরে এসেছিল। কারণ জাতীয় সুরক্ষা দপ্তরে কিছুটা এইভাবেই একটা বোমাতঙ্কের ফোন আসে। আর সেখান থেকেই সাধারণ মানুষের চরম হয়রানির শিকার হতে হয়। 


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.