This Article is From Feb 24, 2020

অবিশ্বাস্য! নমস্তে ট্রাম্প প্রসঙ্গে বললেন ইভাঙ্কা

এক শব্দে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের প্রশংসায় সরব হলেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। ট্রাম্প-কন্যা মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতাও বটে

অবিশ্বাস্য! নমস্তে ট্রাম্প প্রসঙ্গে বললেন ইভাঙ্কা

অবিশ্বাস্য! নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের পর মোতেরায় বললেন ইভাঙ্কা ট্রাম্প।

হাইলাইটস

  • অবিশ্বাস্য! নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের পর বললেন ইভাঙ্কা ট্রাম্প
  • ইভাঙ্কা ট্রাম্প, বাব অর্থাৎ ইউএস প্রেসিডেন্টের পরামর্শদতা
  • ভারত সফরে এসেছেন ইভাঙ্কার স্বামী জেরাদ কুসনোরও
আহমেদাবাদ:

এক শব্দে নমস্তে ট্রাম্প (Namaste Trump) অনুষ্ঠানের প্রশংসায় সরব হলেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। ট্রাম্প কন্যা (Ivanka Trump) মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতাও বটে। "অবিশ্বাস্য", অনুষ্ঠান শেষে এমন বিশেষণ ব্যবহার করলেন ইভাঙ্কা ট্রাম্প। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। দু'দিনের ভারত সফরে এদিন সকালের দিকে আহমেদাবাদ নামেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। তাঁর সফরসঙ্গী মেয়ে ইভাঙ্কা ও জামাই জারেদ কুসনার। মার্কিন প্রেসিডেন্টের (US President) বিশেষ এয়ার ফোর্স-১ বিমান ভারতের মাটি ছুঁতেই, সপার্ষদ ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। মোতেরা স্টেডিয়ামে (Motera Stadium) 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে আলিঙ্গন করতে দেখা গিয়েছে দুই রাষ্ট্রপ্রধানকে। গত বছর মার্কিন সফরে হাউস্টন গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় 'হাউডি মোদি' অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই সূচির সূত্র মেনেই এই নমস্তে ট্রাম্প। জানিয়েছে বিদেশ মন্ত্রকের একটা সূত্র। 

হাতে হাত রেখে তাজমহলে ট্রাম্প দম্পতি, জানালেন তাজ অনুপ্রেরণা দেয়

এদিন মোতেরাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যকে তুলে ধরা হয়েছিল। নমস্তে বলে বক্তৃতা সুর করেন ইউএস প্রেসিডেন্ট। বক্তৃতায় তিনি বলেছেন, আমেরিকা, ভারতকে ভালোবাসে। এই বার্তা দিতেই আমি আর ফার্স্ট লেডি; প্রায় ৮ হাজার মাইল পেরিয়ে ভারতে এসেছি। মার্কিনীরা ভারতের বিশ্বস্ত বন্ধু ছিলেন এবং থাকবেন। 

"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভালো দরদাম করতে পারেন," অধরা বাণিজ্য চুক্তি নিয়ে বললেন ট্রাম্প

এদিন তিনি আরও বলেছেন, ৫ মাস আগে টেক্সাসের সব চেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে নরেন্দ্র মোদিকে স্বাগত জানানো হয়েছিল। এবার আমাকে বিশ্বের বৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগত জানানো হল। আহমেদাবাদের পর আগ্রা পৌঁছন ট্রাম্প দম্পতি। হাত ধরে ছবি তোলার পাশাপাশি ঘুরে দেখেন মোঘল আমলের এই স্থাপত্য। দেখেন সূর্যাস্তও। সন্ধ্যা ৭টা নাগাদ সেই বিশেষ বিমানে পালাম বিমানবন্দরে নামেন সপার্ষদ ট্রাম্প।

.