This Article is From Nov 12, 2018

পিছন থেকে গুলি করে মারা হয়েছিল 'অবনী'কে, জানাল ময়নাতদন্ত রিপোর্ট

জানা গিয়েছে, বাঘটিকে গুলি করা হয়েছিল পিছন থেকে। জানা গিয়েছে, বাঘটির বাঁ-পায়ের পিছনদিকে গুলি করা হয়েছিল।

পিছন থেকে গুলি করে মারা হয়েছিল 'অবনী'কে, জানাল ময়নাতদন্ত রিপোর্ট

সরকারের নির্দেশে ২ নভেম্বর পেশাদার শিকারী গুলি করে মারে অবনীকে।

মুম্বাই:

মোট ১৩ জন মানুষকে হত্যা করেছিল মহারাষ্ট্রের বাঘিনী ‘অবনী'। তার মৃত্যুতে পশুপ্রেমীরা সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল মহারাষ্ট্র সরকারকেও। কারণ, সরকারিভাবেই ‘হত্যা' করা হয়েছিল ওই বাঘটিকে। ওই ঘটনার ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখান থেকে জানা গিয়েছে, বাঘটিকে গুলি করা হয়েছিল পিছন থেকে। জানা গিয়েছে, বাঘটির বাঁ-পায়ের পিছনদিকে গুলি করা হয়েছিল। রিপোর্টটি জানিয়েছে, “সংশ্লিষ্ট প্রাণীটি সেই সময় ‘হত্যাকারী'র মুখোমুখি ছিল না”। শুধু এটাই নয়, ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট সংশয় প্রকাশ করা হয়েছে ট্র্যাঙ্কুলাইজার থেকে হওয়া ক্ষত নিয়েও। যা বাঘিনীর বিশাল শরীরে স্পষ্টভাবে ছিল।

বনদফতরের নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ময়নাতদন্তে রিপোর্ট থেকে উঠে আসা তথ্যটি গুরুতর। এর ফলে কয়েকজনকে ‘মূল্য' চোকাতে হতে পারে বলেও জানান তিনি।

“বাঘের মতো সংরক্ষিত প্রাণীদের মারার ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া আছে, তা যে মানা হয়নি, সেটা বোঝাই যাচ্ছে”, বলেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.