This Article is From Jul 18, 2019

হনুমান চালিশা পাঠে অংশ নেওয়ায় “হুমকি”র মুখে তিল তালাকের মামলাকারী ইশরাত জাহান

সূত্রের খবর, সম্প্রতি ইশরাত জাহানের(Ishrat Jahan)বাড়ির আশপাশে প্রকাশ্য হনুমান চালিশা পাঠের রীতি চালু করেছেন বিজেপি সমর্থকরা।

মঙ্গলবার “হনুমান চালিশা” (Hanuman Chalisa) পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ায় হুমকি দেওয়া হয় ইশরাত জাহানকে(Ishrat Jahan)।

কলকাতা:

তাৎক্ষণিক তিন তালাক নিয়ে মামলাকারী হিসেবে অন্যতম প্রধানমুখ রাজ্যের ইশরাত জাহান (Ishrat Jahan)। অভিযোগ, মঙ্গলবার তাঁর কলকাতার বাড়ির পাশে একটি “হনুমান চালিশা”(Hanuman Chalisa পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ায় হুমকি  দেওয়া হচ্ছে তাঁকে। খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে পুলিশি নিরাপত্তা চেয়েছেন ইশরাত জাহান। তাঁর দাবি, বুধবার ছেলেকে নিয়ে হাওড়ার পিলখানা রোডের বাড়িতে ফেরার সময় দেখতে পান, বাড়ির বাইরে জমায়েত হয়েছে বেশ কয়েকজনের। বাড়ির সামনে পৌঁছালে, তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছেন ইশরাত জাহান (Ishrat Jahan, এবং কেন তিনি হনুমান চালিশা পাঠের (Hanuman Chalisa অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

অযোধ্যা মামলা:সমস্যা সমাধানে মধ্যস্থতা প্রক্রিয়া খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গত বছরই বিজেপিতে যোগদান করেন ইশরাত জাহান (Ishrat Jahan)। তিনি বলেন, “আমার বাড়ির সামনে বহু মানুষের জমায়েত হয় এবং হিজাব পড়ে আমি কেন হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠের অনুষ্ঠানে গিয়েছি, তা নিয়ে প্রশ্ন করা হয়”।

ইশরাত জাহান(Ishrat Jahan), বলেন, “আমি জানাই, আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। হিন্দুরা যদি নমাজে আমন্ত্রিত হতে পারেন, তাহলে আমি কেন হনুমান চালিশা (Hanuman Chalisa)  পাঠের অনুষ্ঠানে যেতে পারি না”। তিনি আরও বলেন, “যদিও স্থানীয় মানুষরা বলেন, আপনাকে হিজাব ছাড়াই যেতে হবে। আপনি সমস্ত মুসলিমদের কালিমালিপ্ত করেছেন। আমায় হুমকি দেওয়া হয়েছে, যেখানে বাস করি, সেই বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে। আমি আমার ছেলের সঙ্গে একা থাকি। আমি এখন ভয় পাচ্ছি”।

তিন তালাককে কোনও সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করবেন না, কংগ্রেসকে তোপ দেগে আর্জি মোদির

দুবাইয়ে কাজ করতেন ইশরাত জাহানের স্বামী। সেখান থেকেই ফোন করে তাঁকে তাৎক্ষণিক তিন তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ করেছিলেন তিনি। তারপরেই আদালতের দ্বারস্থ হন ইশরাত (Ishrat Jahan)। তিনি বলেন, “তিন তালাকের মামলার সময় আমায় বলা হয়েছিল, কেউ আমার সমর্থনে নেই, তাতে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এটা বেশী ভয়ের বিষয়”।

সূত্র মারফৎ জানা গিয়েছে, সম্প্রতি ইশরাত জাহানের (Ishrat Jahan)বাড়ির আশপাশে প্রকাশ্য হনুমান চালিশা পাঠের (Hanuman Chalisa)  রীতি চালু করেছেন বিজেপি সমর্থকরা। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইশরাত জাহান।

সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, শুক্রবার রাস্তায়, মুসলিমদের নমাজের পাল্টা হিসেবে হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠের কর্মসূচী নিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা।

.