This Article is From Jul 22, 2019

সিআইএ-র ১৭ জন চরকে আটক করেছে ইরান, মৃত্যুদণ্ড কয়েকজনের

মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এরই মধ্যে।

সিআইএ-র ১৭ জন চরকে আটক করেছে ইরান, মৃত্যুদণ্ড কয়েকজনের

ইরানের নেতা আয়াতোল্লা আলি খামেনেই (এএফপি ফাইল)

হাইলাইটস

  • সিআইএ-র ১৭ জন চরকে আটক করেছে ইরান
  • কয়েকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে
  • এক আধা সরকারি সংবাদ সংস্থার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে
দুবাই:

মার্কিন (US) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র (CIA) ১৭ জন চরকে আটক করেছে ইরান (Iran)। তাঁদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার ইরানের সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। সেখানকার একটি টিভি চ্যানেলের সূত্রে জানা যাচ্ছে, গোয়েন্দা মন্ত্রকের তরফে জানানো হয়েছে তারা একটি সিআইএ গুপ্তচরদের চক্রকে আটক করতে পেরেছে। মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এরই মধ্যে। এক আধা সরকারি সংবাদ সংস্থার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

প্রসঙ্গত, সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি হল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এটি একটি স্বাধীন সংস্থা।

সাতবার সন্ত্রাসবাদী হাফিজ সঈদকে গ্রেফতার করা আসলে ‘লোকদেখানো'; ট্রাম্প প্রশাসন

আমেরিকার জাতীয় নিরাপত্তা রক্ষা ও দেশের উচ্চপদস্থ নীতি নির্ধারকদের গোয়েন্দা তথ্য সরবরাহ করা তাদের কাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রতিষ্ঠিত হয় সিআইএ।

মোদির সঙ্গে দেখা হলে তাঁদের উপরে ভারতের আরোপিত শুল্ক কমাতে বলবেন, জানালেন ট্রাম্প

আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্কে ক্রমে অবনতি হয়েছে। এমনকী, যুদ্ধ লাগতে পারে সেই সম্ভাবনা নিয়েও বিভিন্ন সময় গুঞ্জন শোনা গিয়েছে।

আমেরিকা ও ইরান— দু'পক্ষই সম্প্রতি একাধিক বার জানিয়ে দিয়েছে তারা যুদ্ধ চায় না। তবে একে অপরকে চাপে রাখার কূটনৈতিক রাস্তায় দু'পক্ষকেই দেখা গিয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.